প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : মৌসুমী-ফেরদৌসকে জুটি করে চলচ্চিত্র নির্মাণ করছেন এ কে সোহেল। এ পরিচালক এ জুটিকে নিয়ে নির্মাণ করেছিলেন খাইরুন সুন্দরী সিনেমাটি। সুপারহিট এ সিনেমার পর আবার তিনি তাদের নিয়ে সিনেমা নির্মাণ করছেন। নাম পবিত্র ভালোবাসা। ‘চাটগাঁ ফিল্মস প্রোডাকশনস লিমিটেড’র ব্যানারে নির্মিতব্য সিনেমাটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য, গীত রচনা করেছেন পরিচালক নিজে। এ কে সোহেল চলচ্চিত্রটির গল্প প্রসঙ্গে বলেন, ‘ভালোবাসার কোনো জাত, ধর্ম নেই। ভালোবাসায় কোনো ভেদাভেদ নেই। ভালোবাসা সবার জন্য। এই বিষয়টিই পবিত্র ভালোবাসায় তুলে ধরা হচ্ছে।’ চলচ্চিত্রটিতে হিন্দুদের পঞ্চায়েত প্রধান মায়া দেবী চরিত্রে মৌসুমী এবং মুসলমানদের পঞ্চায়েত প্রধান দিদার পাশা চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস। মৌসুমী বলেন, ‘পবিত্র ভালোবাসা চলচ্চিত্রটির গল্প মৌলিক। এর আগে এ কে সোহেল ভাইয়ের খায়রুন সুন্দরী চলচ্চিত্রে আমার এবং ফেরদৌস’র অভিনয় দর্শকের কাছে প্রশংসিত হয়েছিল। এই চলচ্চিত্রটিতেও কাজ করে বেশ ভালো লাগছে। নতুন গল্প, নতুন চরিত্র সবমিলিয়েই দর্শকের কাছে ভালোলাগবে চলচ্চিত্রটি। আমি খুব আশাবাদী।’ ফেরদৌস বলেন, ‘মৌসুমীর সঙ্গে আমার অভিনীত চলচ্চিত্র সবসময়ই দর্শকের কাছে অন্যরকম সাড়া ফেলে। তাই আমরা দু’জনই বেশ আগ্রহ নিয়েই কাজ করি। মৌসুমী আমার খুব ভালো একজন বন্ধু, সেইসাথে আমার খুব ভালো একজন কোআর্টিস্ট। আমরা দু’জনই কাজের সময় একে অন্যকে খুব সহযোগিতা করি। পরিচালক সোহেল ভাইয়ের প্রতি কৃতজ্ঞ যে এই সময়ে এসে এমন চমৎকার একটি গল্পের চলচ্চিত্র দর্শককে উপহার দিতে যাচ্ছেন।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।