Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রুবেল তোপে আশরাফুলের অনুজ্জ্বল প্রত্যাবর্তন

বড় জয়ে শুরু প্রাইম ব্যাংকের * সোহানে উদ্ধার শেখ জামাল

| প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : স্পট ফিক্সিংয়ের অভিযোগে তিন বছরের নিষেধাজ্ঞাদেশ কাটিয়ে জাতীয় ক্রিকেট লীগ দিয়ে আশরাফুল ফিরেছেন ঘরোয়া ক্রিকেটে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে প্রত্যাবর্তনে লেগেছে সেখানে ৩ বছর ৮ মাস। ফিরেই কদর পেয়েছেন, কলাবাগান ক্রীড়া চক্র তার হাতে তুলে দিয়েছে ৩৫ লাখ টাকা। তবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে তার ফেরাটা সুখকর হয়নি। প্রত্যাবর্তন ইনিংসে থেমেছেন ৬ রানে। রুবেলের ইনসুইংগারে বোল্ড হয়েছেন বাংলাদেশের ক্রিকেটের এক সময়ের এই সেনসেশন। তাকে ফেরানো প্রাইম ব্যাংকের এই পেস বোলারই গতকাল ছড়িয়েছে উজ্জ্বল্য। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে সর্বাধিক ৭ উইকেটেও অপাংক্তেয় হয়ে শ্রীলংকা সফর ম্যাচহীন কাটিয়ে ফেরা রুবেল চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নিজেকে দেখতে বেছে নিয়েছেন প্রিমিয়ার ডিভিশনকে। ঘোষণা দিয়ে মিডিয়াকে সেই টার্গেটের কথা জানিয়ে দেয়া রুবেল হোসেন প্রথম ম্যাচেই রেখেছেন সে কথা। তার বোলিংয়ে (৬/২১) ছিন্ন ভিন্ন হয়ে কলাবাগান ক্রীড়াচক্র হেরেছে ৫ উইকেটে।
মেডেন দিয়ে শুরু, প্রথম স্পেলে ৩ উইকেট ( ৫-২-১৪-৩), ৮ বলের শেষ স্পেলে সেখানে শিকার আরো ৩টি ( ১.২-০-৪-৩) ! তাতেই কলাবাগান ক্রীড়া চক্র থেমেছে ১৮৪ তে। যে স্কোরের মধ্যে জিম্বাবুইয়ান মাসাকাদজার ৩৮’র পাশে প্রথম শ্রেণির ক্রিকেটে এ বছর বিশ্বে সর্বাধিক রান (৭ ম্যাচে ৩ সেঞ্চুরি, ২ ফিফটিতে ৮৯৩ রান) করা তুষার ইমরানের ৪৭ উল্লেখযোগ্য। ৩য় উইকেট জুটিতে এই পার্টনারশিপের অবদান ৭৮।
তবে এই পুঁজিতেই ম্যাচটিকে উত্তাপ দিয়েছে কলাবাগান। অবৈধ বোলিংয়ের অপবাদ কাটিয়ে অফ স্পিনার সনজিত ফিরেছেন দারুন ভাবে (৩/২৫)। প্রিমিয়ার ডিভিশনে আশরাফুল প্রত্যাবর্তন ম্যাচে পেয়েছেন উইকেটের দেখা (১/৪৪)। ভারতের উন্মুক্ত চাঁদের হার না মানা ফিফটিতে (৬১) ১৯ বল হাতে রেখে জয়ে প্রিমিয়ার ডিভিশন শুরু করেছে প্রাইম ব্যাংক।
এদিকে অর্ধ কোটি টাকা বকেয়া রাখায় ক্রিকেটারদের অনাগ্রহে এবার নাম সর্বস্ব দল তৈরির মাশুল প্রথম ম্যাচেই দিয়েছে গতবারের তৃতীয় স্থান অর্জনকারী ভিক্টোরিয়া। ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে রাজ (৪/২৯),সোহাগ গাজীর (৩/২৯) বোলিংয়ে ২০৯ এ থেমেছে ভিক্টোরিয়া। তবে উত্তমের ব্যাটিংয়ে (৮৮) পাওয়া এই পুঁজিতেই প্রানান্ত লড়েছে ভিক্টোরিয়া। শেষ ওভারে এসে হেরেছে তারা ২ উইকেটে। সহজ টার্গেট কঠিন করে শেখ জামাল ধানমন্ডী ক্লাব জিতেছে নূরুল হাসান সোহানের ব্যাটিংয়ে (৯৪ বলে ৫ চার ১ ছক্কায় ৮০ রান)।


প্রাইম ব্যাংক-কলাবাগান
কলাবাগান : ১৮৪/১০ (৪৬.২ওভার), জসিমুদ্দিন ১২, আশরাফুল ৬, মাসাকাদজা ৩৮, তুষার ইমরান ৪৭, মেহরাব জুনি. ২১, মোক্তার আলী ১৭, সনজিত সাহা ২৪, রুবেল ৬/২১, আল আমিন জুনি. ১/৩৬, সৌম্য সরকার ২/৩৩।
প্রাইম ব্যাংক : ১৮৬/৫ (৪৬.৫ ওভার), মেহেদী মারুফ ২১, সৌম্য ৯, সাব্বির রহমান ১৩, উন্মুক্ত চাঁদ ৬১*, তাইবুর পারভেজ ২৭, আল আমিন জুনি.৩৫, জাকির হাসান ১৪*, সনজিত সাহা ৩/২৫, শাহবাজ চৌহান ১/৩৪, আশরাফুল ১/৪৪। ফল : প্রাইম ব্যাংক ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : রুবেল হোসেন
(প্রাইম ব্যাংক)।
ভিক্টোরিয়া-শেখ জামাল
ভিক্টোরিয়া স্পোর্টিং : ২০৯/১০ (৪৮.২ ওভার), নাসিরুদ্দিন ফারুক ৪৪, উত্তম সরকার ৮৮, মুহাইমিনুল ২৩, শাহদাত হোসেন রাজিব ১/৩৫, জিয়াউর রহমান ১/২৭, আবদুর রাজ্জাক ৪/২৭, সোহাগ গাজী ৩/২৯, ফজলে মাহামুদ ১/৩২।
শেখ জামাল ধানমন্ডি : ২১০/৮( ৪৯.২ ওভার), ফজলে মাহামুদ ২৬, মাহাবুবুল করিম ১৬, ইমরুল কায়েস ৮, রাজিন সালেহ ৩২, নুরুল হাসান সোহান ৮০, তানবীর হায়দার ৩১, মাহাবুবুল করিম ১/২৩, মুনীর হোসেন ৩/৩৩, মইনুল ইসলাম ১/৩৬, আরাফাত ২/৪৪।
ফল : শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : নুরুল হাসান সোহান
(শেখ জামাল ধানমন্ডি)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রুবেল


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ