প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক: বরাবরের মতো এবারও নন্দিত নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন পহেলা বৈশাখ উপলক্ষে নির্মাণ করেছে বৈশাখের বিশেষ পাঁচফোড়ন। পাঁচফোড়ন একটি ভিন্ন ধারার ম্যাগাজিন অনুষ্ঠান। নাটকীয়ভাবে এর প্রতিটি আইটেম উপস্থাপন করা হয়। গত প্রায় দেড় যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে এই অনুষ্ঠানটি প্রচার হচ্ছে এটিএন বাংলায়। তারই ধারাবাহিকতায় এবারও পহেলা বৈশাখ উপলক্ষে নির্মাণ করা হয়েছে বৈশাখের বিশেষ এই পাঁচফোড়ন। এবারের পাঁচফোড়ন সাজানো হয়েছে দু’জন শিল্পী বন্ধু এবং তাদের সঙ্গে পার্কে দেখা একটি মেয়ের মধ্যে বাংলা নববর্ষ এবং বৈশাখ নিয়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে। আর এইসব ঘটনার ফাঁকে ফাঁকে প্রসঙ্গক্রমেই আসতে থাকে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের উপর চমৎকার সব রিপোর্টিং। উল্লেখ্য পাঁচফোড়নে কখনও নির্দিষ্ট কোন উপস্থাপক থাকে না। দেশের বিভিন্ন অঙ্গণের তারকা শিল্পীরা এর নাটকীয় উপস্থাপনায় অংশগ্রহণ করেন। ভিন্নধর্মী এই অনুষ্ঠানে দর্শকরা দু’টি অনুষ্ঠানের স্বাদ পান-নাটক এবং ম্যাগাজিন। এবারের পাঁচফোড়নে বৈশাখের উপর দু’টি বিশেষ গান রয়েছে। একটি গেয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী রবি চৌধুরী। গানটির কথা লিখেছেন গাজী মাযহারুল আনোয়ার এবং সুর করেছেন রবি চৌধুরী। আরেকটি গেয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কণা। গানটির সঙ্গীতায়োজন করেছেন জুয়েল। এছাড়াও সংগৃহীত কথায় কানাই লাল শীলের সুরে পল্লীগীতি ‘মাঝি বাইয়া যাওরে...’ নতুন সঙ্গীতায়োজনে গেয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ঢাকা ও ঢাকার আশপাশে মনোরম লোকেশানে গানগুলোর চিত্রায়ন করা হয়েছে। এছাড়া মোশাররফ হোসেন নামক একজন বংশীবাদকের বিচিত্র বংশীবাদনও রয়েছে এবারের পর্বে। গত ৩৩ বছর ধরে নিজ গ্রাম এবং আশপাশের গ্রামে বটগাছ লাগিয়ে যাওয়া বটবৃক্ষ প্রেমী পাবনার ফরিদপুর উপজেলার ইদ্রিস আলী খান এবং দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত বেশ ক’টি ঐতিহ্যবাহী বটগাছের উপর রয়েছে দু’টি তথ্যবহুল বৈশাখী প্রতিবেদন। এবারের পাঁচফোড়নে দুই শিল্পী বন্ধু এবং তাদের সাথে পার্কে দেখা হওয়া নারীর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা প্রাণ রায়, আবু মাসুদ ও ফারজানা চুমকি। পাঁচফোড়ন যেহেতু বিশেষ দিন উপলক্ষে নির্মিত হয় তাই বিশেষ দিনকে নিয়েই বিভিন্ন ধরনের নাট্যাংশ করা হয়। এবারও বৈশাখের উপর বেশ ক’টি ব্যঙ্গাত্মক এবং রসাত্মক নাট্যাংশ রয়েছে। উল্লেখ্য গত ১ যুগেরও বেশি সময় ধরে এটিএন বাংলা কর্তৃপক্ষের বিশেষ অনুরোধে বছরের বিশেষ বিশেষ দিনে এই অনুষ্ঠানটি প্রচার হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় বাংলা নববর্ষ উপলক্ষে বিশেষ এই পাঁচফোড়ন নির্মিত হয়েছে। অনুষ্ঠানটি প্রচার হবে আজ রাত ৮:৫০ টায়, শুধুমাত্র এটিএন বাংলায়। পাঁচফোড়ন নির্মাণ করেছে দেশের খ্যাতিমান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন। পরিবেশিত হবে কেয়া কস্মেটিকস্ লিমিটেড এর সৌজন্যে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।