Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাগুন অডিও ভিশন নির্মিত বিশেষ বৈশাখী পাঁচফোড়ন

প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বরাবরের মতো এবারও নন্দিত নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন পহেলা বৈশাখ উপলক্ষে নির্মাণ করেছে বৈশাখের বিশেষ পাঁচফোড়ন। পাঁচফোড়ন একটি ভিন্ন ধারার ম্যাগাজিন অনুষ্ঠান। নাটকীয়ভাবে এর প্রতিটি আইটেম উপস্থাপন করা হয়। এবারের পাঁচফোড়ন সাজানো হয়েছে এক দম্পতির মধ্যে পহেলা বৈশাখে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে। এসব ঘটনার ফাঁকে ফাঁকে প্রসঙ্গক্রমেই আসতে থাকে নাচ, গান, নাটক ও বিভিন্ন বিষয়ের ওপর বিশেষ প্রতিবেদন। যা সমসাময়িক এবং বক্তব্যধর্মী। পাঁচফোড়নের প্রতিটি পর্বেই উপস্থাপনার ঢং ভিন্নরকম যেখানে নির্দিষ্ট কোনো উপস্থাপক থাকে না। বিভিন্ন মাধ্যমের তারকা শিল্পীরা এর উপস্থাপনায় অংশগ্রহণ করেন। পাঁচফোড়নে স্বামী-স্ত্রীর ভ‚মিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয় তারকা ও নির্মাতা মীর সাব্বির এবং অভিনেত্রী শারমীন জোহা শশী। এবারের পাঁচফোড়নে বৈশাখের ওপর তিনটি বিশেষ গান রয়েছে। মিল্টন খন্দকারের কথা ও সুরে একটি গান পরিবেশন করেছেন সংগীতশিল্পী কিরন চন্দ্র রায় ও শাহনাজ বেলী। বৈশাখের ওপর আরেকটি দ্বৈত সংগীত পরিবেশন করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী ও দিনাত জাহান মুন্নী। গানটির কথা লিখেছেন কবির বকুল ও সুর করেছেন রাজেশ। গান দুটির ব্যতিক্রমী চিত্রায়ণ দর্শকদের বৈশাখী স্বাদ দেবে। নিজের লেখা কথায় ও সুরে আরেকটি গান গেয়েছেন সংগীতশিল্পী মিলন মাহমুদ। আমাদের হাজার বছরের ঐতিহ্য মাটির তৈরি জিনিসপত্র এবং গ্রামবাংলার সাংস্কৃতিক ঐতিহ্য বায়োস্কোপের ওপর এবারের পাঁচফোড়নে রয়েছে দুটি তথ্যবহুল প্রতিবেদন। পাঁচফোড়ন যেহেতু বিশেষ দিন উপলক্ষে নির্মিত হয় তাই বিশেষ দিনকে নিয়েই বিভিন্ন ধরনের নাট্যাংশ করা হয়। এবারও বৈশাখের ওপর বেশ কটি ব্যঙ্গাত্মক এবং রসাত্মক নাট্যাংশ রয়েছে। উল্লেখ্য, এক যুগেরও বেশি সময় ধরে এটিএন বাংলা কর্তৃপক্ষের বিশেষ অনুরোধে বছরের বিশেষ বিশেষ দিনে এই অনুষ্ঠানটি প্রচার হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় বাংলা নববর্ষ উপলক্ষে বিশেষ এই পাঁচফোড়ন নির্মিত হয়েছে। অনুষ্ঠানটি প্রচার হবে ১৪ এপ্রিল (১লা বৈশাখ), বৃহস্পতিবার রাত ৭টা ৫০ মিনিটে, শুধুমাত্র এটিএন বাংলায়। পাঁচফোড়ন নির্মাণ করেছে দেশের খ্যাতিমান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন। পরিবেশিত হবে কেয়া কস্মেটিকস্ লিমিটেডের সৌজন্যে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফাগুন অডিও ভিশন নির্মিত বিশেষ বৈশাখী পাঁচফোড়ন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ