Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদে ফাগুন অডিও ভিশনের বিশেষ পাঁচফোড়ন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

ফাগুন অডিও ভিশন প্রতিবারের মত এবারও ঈদুল আজহা উপলক্ষে নির্মাণ করেছে ঈদের বিশেষ পাঁচফোড়ন। অনুষ্ঠানটি এটিএন বাংলার ২৫তম বর্ষপূতি উপলক্ষে ১৫ই জুলাই, শুক্রবার রাত ১০:৩০ মিনিটে প্রচার হবে। পাঁচফোড়ন একটি ভিন্ন ধারার ম্যাগাজিন অনুষ্ঠান। নাটকীয়ভাবে এর প্রতিটি আইটেম উপস্থাপন করা হয়। গত প্রায় দুই যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে এই অনুষ্ঠানটি প্রচার হচ্ছে। প্রতিবারের মত এবারও ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় কোরবানির ঈদকে নিয়ে রকমারী সব আয়োজন দিয়ে সাজানো হয়েছে ঈদের বিশেষ এই ‘পাঁচফোড়ন’। ঈদুলআজহার দিনে এক দম্পতির মান-অভিমান, রাগ-অনুরাগ এবং এর ফলে তাদের সংসারে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে সাজানো হয়েছে এবারের পাঁচফোড়ন। এসব ঘটনার ফাঁকে ফাঁকে প্রসঙ্গক্রমে আসতে থাকে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের উপর চমৎকার সব রিপোর্টিং। বলা বাহুল্য ‘পাঁচফোড়নের প্রতিটি পর্বেই উপস্থাপনার ধরণ ভিন্নরকম থাকে, যেখানে নির্দিষ্ট কোন উপস্থাপক থাকে না। বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন তারকা শিল্পীরা নাটকীয় ভঙ্গিতে উপস্থাপনায় অংশগ্রহণ করেন। এতে দর্শকরা যেমন একটি নাটকীয় গল্পের স্বাদ পান তেমনি অনুষ্ঠানও হয়ে উঠে বৈচিত্র্যময়’। এবারের পাঁচফোড়নে স্বামী-স্ত্রী’র ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা মীর সাব্বির ও অভিনেত্রী কুসুম শিকদার। দীর্ঘ ৪ বছর পর কুসুম শিকদার পাঁচফোড়ন-এর মাধ্যমে আবারও টিভি পর্দায় উপস্থিত হলেন। অভিনয়ের মাধ্যমে এই তারকাদ্বয় মূলত সঞ্চালকের ভূমিকা পালন করেছেন। পাঁচফোড়নে গান থাকছে ৪টি। একটি গেয়েছেন প্রতিক হাসান। গানটির কথা লিখেছেন লিটন অধিকারী রিন্টু, সুর ও সঙ্গীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। গানটির চিত্রায়নে অংশ নিয়েছেন মডেল সাজ্জাদ ও মোনালিসা দিপা। দ্বৈত সঙ্গীত গেয়েছেন কণ্ঠশিল্পী জুয়েল মোর্শেদ ও সালমা। গানটির কথা লিখেছেন জুয়েল মোর্শেদ ও ত্রয়ী ইসলাম এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন জুয়েল মোর্শেদ। কোরবানীর উপর একটি মজার গান তৈরী করা হয়েছে। সুখেন্দু বিশ^াসের কথায় গানটির সঙ্গে নৃত্যে মাহমুদুল হাসানসহ অংশ নিয়েছেন একদল তরুণ। এই গানটিরও সঙ্গীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। এছাড়াও লিটন অধিকারী রিন্টুর কথা ও প্রণব ঘোষের সুরে রবি চৌধুরী ও সাবাতানির গাওয়া ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র একটি জনপ্রিয় গান নতুন করে চিত্রায়ণ করা হয়েছে। গানটির চিত্রায়নে অংশ নিয়েছেন মীর সাব্বির ও কুসুম শিকদার। ঢাকা ও ঢাকার আশেপাশে মনোরম লোকেশানে গানগুলির চিত্রায়ন করা হয়েছে। আমাদের দেশে গ্রামে-গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে এমন অনেক মানুষ আছেন যারা নিজের দায়বোধ থেকে কাজ করে থাকেন। রংপুরের পালিচড়া গ্রামের তেমনই একজন মিষ্টভাষী প্রচার মানব নজরুল ইসলামের অভিনব প্রচারণার উপর রয়েছে একটি ব্যতিক্রমী প্রতিবেদন। স্বর্ণ অনুসন্ধানের উপর রয়েছে একটি প্রতিবেদন। এছাড়াও এবারের পাঁচফোড়নে ঈদের কেনাকাটা ও নানান সমসাময়িক বিষয় নিয়ে বেশ কিছু রসাত্মক নাট্যাংশ রয়েছে। পাঁচফোড়ন নির্মান করেছে দেশের খ্যাতিমান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন। পরিবেশিত হবে কেয়া কসমেটিকস লিমিটেডের সৌজন্যে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদে ফাগুন অডিও ভিশনের বিশেষ পাঁচফোড়ন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ