Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউটিউবের গোল্ড ক্রিয়েটর অ্যাওয়ার্ড পেলো হানিফ সংকেতের ফাগুন অডিও ভিশন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

ইউটিউব কর্তৃপক্ষ সম্প্রতি ফাগুন অডিও ভিশনকে ‘গোল্ড ক্রিয়েটর অ্যাওয়ার্ড’ প্রদান করে সম্মানিত করেছে। উল্লেখ্য, ১০ লাখ মানুষ কোনো চ্যানেলে সাবস্ক্রাইব করলেই ইউটিউব ওই চ্যানেলকে ‘গোল্ড ক্রিয়েটর অ্যাওয়ার্ড’ দেয়। ফাগুন অডিও ভিশন দেশের প্রথম প্যাকেজ অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান। নন্দিত এই প্রতিষ্ঠানটি আশির দশক থেকে টেলিভিশনের জন্য মানসম্পন্ন অনুষ্ঠান নির্মাণ করে আসছে। দীর্ঘ ৩২ বছর ধরে এই প্রতিষ্ঠান থেকে নির্মিত হচ্ছে দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিইত্যাদি ছাড়াও এই প্রতিষ্ঠানটি প্রতি বছর দুই ঈদে দু’টি নাটক, স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে ‘সূর্যোদয়ের গান’ ও আমাদের মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক অনুষ্ঠান ‘মুক্তির কথা বিজয়ের গান’ এবং বিভিন্ন বিশেষ দিনে এটিএন বাংলার জন্য নাটকীয় উপস্থাপনায় ‘পাঁচফোড়ন’ নামে একটি ব্যতিক্রমধর্মী ম্যাগাজিন অনুষ্ঠান নির্মাণ করে আসছে। ফাগুন অডিও ভিশন ইত্যাদি ছাড়া মূলতঃ বিশেষ দিন উপলক্ষেই অনুষ্ঠান নির্মাণ করে থাকে। অনুষ্ঠান নির্মাণে সংখ্যায় নয় মানে বিশ্বাসী এই প্রতিষ্ঠানটির কর্ণধার দেশের বরেণ্য নির্মাতা ও উপস্থাপক বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব হানিফ সংকেত। ২০১৬ সালের শেষের দিকে ফাগুন অডিও ভিশনের এই চ্যানেলে কন্টেন্ট দেয়া শুরু করে, ২০১৯ সাল পর্যন্ত মাত্র ১৪৫টি ভিডিও আপলোড করে স্বল্প সময়ের ব্যবধানে এই চ্যানেলটির সাবস্ক্রাইবার ১০ লাখ ছাড়িয়ে যায়। এটি একটি অনন্য দৃষ্টান্ত। তাছাড়া ভিউয়ের বিপরীতে এই চ্যানেলের ওয়াচ টাইমও বেশি। ফাগুন অডিও ভিশনের এই অর্জন সম্পর্কে এর কর্ণধার ইত্যাদির নির্মাতা বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব হানিফ সংকেত বলেন-‘সাবস্ক্রাইবার বাড়াবার জন্য দীর্ঘ সময়ের যেমন প্রয়োজন হয় না, তেমনি হাজার হাজার বা শত শত কন্টেন্টও দরকার হয় না। প্রয়োজন দর্শক গ্রহণযোগ্য মানসম্মত ও বিশ্বাসযোগ্য কন্টেন্ট বা বিষয়। তার প্রমাণ এই স্বল্প সময়ে ফাগুন অডিও ভিশনের এই গোল্ড ক্রিয়েটর অ্যাওয়ার্ড অর্জন। আমরা সবসময়ই দর্শকদেরকে প্রধান্য দিয়েছি এবং দর্শকরা সবসময়ই আমাদের সঙ্গে ছিলেন, আছেন এবং আমাদের বিশ্বাস ভবিষ্যতেও থাকবেন। দর্শকদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতার কারণে অনেক চ্যানেলের ভীড়ে এখনও ফাগুন অডিও ভিশনের অনুষ্ঠান বিশেষ করে ইত্যাদি দর্শক পছন্দের শীর্ষে রয়েছে। সেটা যেমন টিভিতে, তেমনি ভার্চুয়াল মিডিয়ায়। আর দর্শকদের রায়ই আমাদের কাছে চূড়ান্ত রায়। তাই শুধু টিভির দর্শকই নয়, ইউটিউবেও যে দেশ-বিদেশের লক্ষ লক্ষ দর্শকের কাছে ইত্যাদি একটি প্রিয় অনুষ্ঠান-আমাদের প্রতিষ্ঠানের এই ‘গোল্ড ক্রিয়েটর অ্যাওয়ার্ড’ অর্জনই তার বড় প্রমাণ। আমরা মনে করি এই পুরস্কার দর্শকদের ভালোবাসারই বহিঃপ্রকাশ। তাই আমাদের এই পুরস্কারটি দর্শকদের উদ্দেশ্যেই উৎসর্গ করলাম।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ