Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাগুন অডিও ভিশনের বিশেষ বৈশাখী পাঁচফোড়ন

বিনোদন রিপোর্ট | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

দেশের প্রথম প্যাকেজ অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন প্রতিবারের মত এবারও পহেলা বৈশাখ উপলক্ষে নির্মাণ করেছে বৈশাখের বিশেষ পাঁচফোড়ন। পাঁচফোড়ন একটি ভিন্ন ধারার ম্যাগাজিন অনুষ্ঠান। নাটকীয়ভাবে এর প্রতিটি আইটেম উপস্থাপন করা হয়। গত প্রায় দেড় যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে এই অনুষ্ঠানটি প্রচার হচ্ছে এটিএন বাংলায়। এ ধারাবাহিকতায় এবারও পহেলা বৈশাখ উপলক্ষে নির্মাণ করা হয়েছে বৈশাখের বিশেষ এই পাঁচফোড়ন। এবারের পাঁচফোড়নের উপস্থাপনা সাজানো হয়েছে টকশো’র আঙ্গিকে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই বন্ধুর মধ্যে সমসাময়িক বিভিন্ন বিষয় বিশেষ করে নববর্ষ, বৈশাখী মেলা এসব নিয়ে মজার মজার আলোচনা হতে থাকে। তারই ফাঁকে ফাঁকে প্রসঙ্গক্রমেই আসতে থাকে নাচ, গান, নাটক ও বিভিন্ন বিষয়ের উপর চমৎকার সব রিপোটিং। দুই বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা মীর সাব্বির ও সাজু খাদেম। এবারের পাঁচফোড়নে মূল গান রয়েছে ৩টি। একটি গেয়েছেন রবি চৌধুরী। গানটির কথা লিখেছেন গাজী মাযহারুল আনোয়ার এবং সুর করেছেন রবি চৌধুরী। বৈশাখকে নিয়ে কবির বকুলের কথায় একটি গান গেয়েছেন বাপ্পা মজুমদার ও তার বন্ধুরা। গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। আরেকটি গেয়েছেন এই প্রজন্মের কণা। গানটির সঙ্গীতায়োজন করেছেন জুয়েল। ঢাকা ও ঢাকার আশেপাশে মনোরম লোকেশানে গানটির চিত্রায়ন করা হয়েছে। নববর্ষকে বরণ করার নানা আয়োজন ও নানা প্রস্তুতির উপর রয়েছে একটি তথ্যবহুল বৈশাখী প্রতিবেদন। এছাড়াও কুষ্টিয়ার কুমারখালীর হামিদুর রহমানের অভিনব দোকান এবং সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের গঞ্জের আলী’র মাথা দিয়ে নানা ক্রীড়া কৌশল প্রদর্শণের উপর রয়েছে দু’টি আলাদা প্রতিবেদন। পাঁচফোড়ন যেহেতু বিশেষ দিন উপলক্ষে নির্মিত হয় তাই বিশেষ দিনকে নিয়েই বিভিন্ন ধরনের নাট্যাংশ করা হয়। এবারও বৈশাখের উপর বেশ ক’টি ব্যঙ্গাত্মক এবং রসাত্মক নাট্যাংশ রয়েছে। এতে অভিনয় করেছেন-কে. এস ফিরোজ, সোলায়মান খোকা, কামাল বায়েজিদ, শেলী আহসান, মুকুল সিরাজ, রতন খান, তারেক স্বপন, সাবরিনা নিসা, সজল, নজরুল ইসলাম, পুতুল, মতিউর রহমান, জ্যোৎ¯েœ আরা, রিমু, ফরিদ, পাপিয়া, নুসরাত, হাশিম মাসুদ, তৃষি, মৌসুমী মৌসহ আরো অনেকে। অনুষ্ঠানটি প্রচার হবে আজ রাত ৮:০০ টায়, শুধুমাত্র এটিএন বাংলায়। পাঁচফোড়ন নির্মান করেছে দেশের খ্যাতিমান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন। পরিবেশিত হবে কেয়া কস্মেটিকস্ লিমিটেড এর সৌজন্যে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ