Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেলিভিশন পেশাজীবী সংগঠনগুলোর নববর্ষ উদযাপনের উদ্যোগ

| প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: এই প্রথমবারের মতো টেলিভিশন মাধ্যমের পেশাজীবী সংগঠনগুলো একত্রিত হয়ে ১ বৈশাখ উদ্যাপন করবে যা হতে যাচ্ছে টেলিভিশন শিল্প মাধ্যমের একটি ঐতিহাসিক ঘটনা। মানুষ ভজলে সোনার মানুষ হবি’ এই প্রত্যয়ে টেলিভিশন মাধ্যমের সকল শিল্পী কলাকুশলী ঐদিন কুর্মিটোলা আর্মি গল্ফ গার্ডেনে একত্রিত হয়ে গড়ে তুলবে সেতুবন্ধন। এই আয়োজনের সাথে রয়েছে টেলিভিশন প্রোগ্রাম প্রোডিউসার্স এসোসিয়েশন অব বাংলাদেশ, ডিরেক্টর্স গিল্ড, অভিনয় শিল্পীসংঘ, টেলিভিশন নাট্যকার সংঘ, প্রেজেন্টার্স প্ল্যাটফর্ম অব বাংলাদেশ, ক্যামেরাম্যান এসোসিয়েশন অব বাংলাদেশ, টেলিভিশন নাট্যশিল্পী ও নাট্যকার সংসদ। অনুষ্ঠানের নামকরণ করা হয়েছে ‘নববর্ষ উৎসব ১৪২৪’। সকাল ১০:০০টা থেকে বিকল ৫:০০টা পর্যন্ত অনুষ্ঠানের মধ্যে নানাবিধ সাংস্কৃতিক কর্মযজ্ঞসহ থাকবে চিরায়ত বাঙালির আপ্যায়ন ও মিলন মেলা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেলিভিশন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ