Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপুর প্রতি বুবলির প্রশ্ন

| প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : শাকিব ও অপুর বিয়ে, সন্তান নিয়ে অনেকে অনেকভাবে বিশ্লেষণ করছেন। বিভিন্ন যুক্তিতর্ক চালিয়ে যাচ্ছেন। এরমধ্যে নতুন নায়িকা বুবলিও ঢুকে পড়েছে। বুবলির সাথে অপুর অনেক বাতচিতও হয়েছে। এখন সবকিছু ফাঁস হয়ে যাওয়ায় বুবলিকে শাকিব ও অপুর মাঝে ‘কাবাবের হাড্ডি’ হিসেবে বিবেচনা করছেন। তবে অন্য সবার মতোই শাকিব ও অপুর বিয়ে নিয়ে বুবলিও বিভিন্ন যুক্তি তুলে ধরেছেন। প্রশ্ন তুলেছেন? বলাবাহুল্য, এসবই অপুকে উদ্দেশ্য করে। বুবলি তার ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, শাকিবের সঙ্গে ২০০৮ সালে বিয়ে হয়েছে বলে দাবি করেছেন অপু। তাহলে এত দিন কেন স্ত্রীর মর্যাদা চাননি তিনি? ব্যাপারটি কি ইমোশনাল নাকি প্রফেশনাল? জানি, আপনারা এখন অনেকেই অনেক কিছু ভাবছেন। আমাদের দেশে মাঝেমাঝে কিছু কিছু ইস্যু সবার সামনে এসে দাঁড়ায় যখন অধিকাংশ (সবাই না) মানুষ হুমড়ি খেয়ে এক তরফা বিচার করতে শুরু করে। আর এদের মধ্যে যারা একটু ভিন্নভাবে ভাবতে চায় তাদের যে কত কথা শুনতে হয় তা না হয় নাই বললাম। একদম সাম্প্রতিক ইস্যু নিয়ে যদি কথা হয়, তাহলে আমার মন্তব্য না করাটাই শ্রেয়। কারণ এটি সম্পূর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার। আর আমি স্বভাবতই নিজের মতো থাকতে পছন্দ করি। কিন্তু যখন সেখানে আমার কিছু ইস্যু মানুষ নিয়ে আসে তখন তো সেখানে স্বাভাবিকভাবে অনেকেই জানতে চাইছে এবং অনেক ফোন কল পাচ্ছি এসব নিয়ে আমি কীভাবে দেখছি এসব! বাই দ্য ওয়ে আমি প্রথমেই একটা জিনিস জানতে চাই। কেন অপু বিশ্বাস এতো দিনের আড়াল ভেঙে সরাসরি চ্যানেলে গিয়ে এসব কথা বললেন? কই এতোদিন তো যাননি। কারো সামনে আসতে চান নি... কেনো? কই সাংবাদিক ভাইরা তো এতো চেষ্টা করেও সামনে আনতে পারলেন না। মুখ খোলাতে পারলেন না। তার ভাষ্যমতে, ২০০৮ সাল থেকে সে বিবাহিত হলে এতোদিন কেনো মর্যাদা চায়নি? শাকিব না হয় লুকিয়েছে, সে লুকায়নি? কেনো ক্যারিয়ারের জন্য?



 

Show all comments
  • ২৩ আগস্ট, ২০১৮, ১১:২০ পিএম says : 0
    শাকিব খান কি জন্য অপুকে তালাক দিল কারন জানতে চাই
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অপু

২১ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ