প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নতুন বিজ্ঞাপনচিত্রে মডেল হতে যাচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। প্রসাধনী প্রতিষ্ঠান ন্যাচার কেয়ারের তেলের বিজ্ঞাপনে মডেল হওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। গতল ৯ সেপ্টেম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির সাথে ৬ মাসের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। অনুষ্ঠানে ন্যাচার কেয়ারের প্রতিষ্ঠাতা কামরুনাহার মজুমদার নোভা ও সৈয়দ তাহমিদ উপস্থিত ছিলেন। অপু বিশ্বাস বলেন, ন্যাচার কেয়ার তেলের বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত হলাম। একটি ভাল পণ্যের মডেল হতে পেরে ভাল লাগছে। আশা করি, ক্রেতারাও একটি ভাল পণ্য ব্যবহার করতে পারবেন। ন্যাচার কেয়ারের প্রতিষ্ঠাতা কামরুনাহার মজুমদার নোভা বলেন, ছোটবেলা থেকে অপু বিশ্বাস দিদির সিনেমা দেখে তার ফ্যান হয়েছি। ইচ্ছে ছিল কখনো সুযোগ পেলে তার সঙ্গে কাজ করবো। আমাদের পণ্যের সাথে তাকে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। আশা করছি, তার মাধ্যমে আমাদের ন্যাচার কেয়ারের পরিচিতি ছড়িয়ে পড়বে। আমরা সবসময় চেষ্টা করি, আমাদের প্রোডাক্টের গুণগত মান ঠিক রাখতে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।