গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্টাফ রিপোর্টার : সরকারের আমলাদের অনভিজ্ঞতার কারণে অতিরিক্ত প্রায় ৭০ হাজার হজযাত্রীর হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। চলতি বছর সকল প্রাক-নিবন্ধিত হজযাত্রীকে হজে পাঠাতে না পারলে আগামী ২০১৮ সালে নতুন কোনো হজযাত্রীকে হজে পাঠানো সম্ভব হবে না। একমাত্র হাজীবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনাই পারেন অতিরিক্ত ৭০ হাজার হজযাত্রীকে আল্লাহর ঘর বায়তুল্লাহ জিয়ারতসহ হজ পালন করাতে। গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে হাব সমন্বয় পরিষদ আয়োজিত সকল হজযাত্রীকে হজে পাঠানোর দাবিতে মানববন্ধন কর্মসূচিতে নেতৃবৃন্দ একথা বলেন। মোহাম্মদপুরের ওয়ার্ড কমিশনার ও সাবেক প্যানেল মেয়র হাবিবুর রহমান মিজানের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাব সমন্বয় পরিষদের প্যানেল প্রধান ও হাবের সাবেক সভাপতি আলহাজ জামাল উদ্দিন আহমেদ, হাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হেলাল, আওয়ামী লীগ নেতা ও হাব সমন্বয় পরিষদের সদস্য সচিব রেজাউল করিম উজ্জ্বল, মাওলানা যাকারিয়া, মাওলানা আব্দুর রউফ, মাওলানা জাকির হোসাইন, আলহাজ হাবিবুল্লাহ বাতেন সায়মন, মাওলানা নাজমুল হুদা ও ছানী। হাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হেলাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অবস্থা দিন দিন উন্নত হচ্ছে। এতে প্রতি বছরই হাজীর সংখ্যা বাড়ছে। তিনি প্রাক-নিবন্ধিত প্রায় ৭০ হাজার হজযাত্রীর নতুন কোটা বরাদ্দ পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেন। তিনি বলেন, ভারত-পাকিস্তান অতিরিক্ত হজযাত্রী’র কোটা লাভ করেছে। আমাদের প্রধানমন্ত্রী একটু আন্তরিক হলেই বাংলাদেশ নতুন হজ কোটা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আলহাজ জামাল উদ্দিন আহমেদও প্রাক-নিবন্ধিত সকল হজযাত্রীকে চলতি বছর হজে পাঠানোর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার জন্য সরকারের প্রতি উদাত্ত আহবান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।