Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৮,৭০০ ফুট উঁচু থেকে ট্রেকারের লাশ উদ্ধার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

ভারতের হিমাচল এবং উত্তরখণ্ড প্রদেশের সীমান্তে ১৮ হাজার ৭০০ ফুট উঁচু খিমলোগা পাস থেকে শনিবার একজন ট্রেকার, সুজয় দুলের লাশ উদ্ধার করা হয়েছে। ভারতের সেনাবাহিনী এবং দ্বিতীয় ব্যাটালিয়ন ইনদো-তিব্বত পুলিশ (আইটিবিপি) এর নেতৃত্বে এই উদ্ধারকাজ পরিচালনা করা হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। সুজয় দুলের লাশটি বরফের ফাটল থেকে শনিবার উদ্ধার করার পর আইটিবিপি এবং সেনাবাহিনীর একটি যৌথ দল আজ হিমাচল প্রদেশের চিটকুলে নিয়ে আসে। উদ্ধারের পর লাশটি স্ট্রেচারে বহন করে পায়ে হেটে ২০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিতে হয় তাদের। জানা গেছে, ট্রেকিং দলটিতে পশ্চিমবঙ্গের তিনজন ট্রেকার, সুজয় দুলে, নরোত্তম গয়ান এবং সুব্রতো বিশ্বাস সহ ছয়জন কুলি ছিলেন। তারা উত্তরখণ্ডের উত্তরকাশী অঞ্চল থেকে খিমলোগা পাস দিয়ে চিটকুলের উদ্দ্যেশে ট্রেকিং শুরু করেছিলেন। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮ হাজার ৭০০ ফুট ওপরে খিমলোগা পাস পার করার সময় ট্রেকিংয়ের দড়ি খুলতে গিয়ে দুজন ট্রেকার পড়ে যায়। দুর্ঘটনায় সুজয় দুলে নিহত এবং সুব্রতো বিশ্বাস আহত হন। তিনজন কুলি এবং অন্য ট্রেকার নরোত্তম গয়ান চিটকুলে পৌঁছে স্থানীয় প্রশাসনকে দুর্ঘটনার খবর জানান। তারপর আইটিবিপির একটি দল, হিমাচল প্রদেশ পুলিশ এবং রাজ্য দূর্যোগ মোকাবেলা দল যৌথভাবে ৪ সেপ্টেম্বর একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। দলটি আহত সুব্রতো বিশ্বাসকে দেখতে পেলে তাকে স্ট্রেচারে করে চিটকুলে নিয়ে যায়। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ১৮

২৮ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ