মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের হিমাচল এবং উত্তরখণ্ড প্রদেশের সীমান্তে ১৮ হাজার ৭০০ ফুট উঁচু খিমলোগা পাস থেকে শনিবার একজন ট্রেকার, সুজয় দুলের লাশ উদ্ধার করা হয়েছে। ভারতের সেনাবাহিনী এবং দ্বিতীয় ব্যাটালিয়ন ইনদো-তিব্বত পুলিশ (আইটিবিপি) এর নেতৃত্বে এই উদ্ধারকাজ পরিচালনা করা হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। সুজয় দুলের লাশটি বরফের ফাটল থেকে শনিবার উদ্ধার করার পর আইটিবিপি এবং সেনাবাহিনীর একটি যৌথ দল আজ হিমাচল প্রদেশের চিটকুলে নিয়ে আসে। উদ্ধারের পর লাশটি স্ট্রেচারে বহন করে পায়ে হেটে ২০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিতে হয় তাদের। জানা গেছে, ট্রেকিং দলটিতে পশ্চিমবঙ্গের তিনজন ট্রেকার, সুজয় দুলে, নরোত্তম গয়ান এবং সুব্রতো বিশ্বাস সহ ছয়জন কুলি ছিলেন। তারা উত্তরখণ্ডের উত্তরকাশী অঞ্চল থেকে খিমলোগা পাস দিয়ে চিটকুলের উদ্দ্যেশে ট্রেকিং শুরু করেছিলেন। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮ হাজার ৭০০ ফুট ওপরে খিমলোগা পাস পার করার সময় ট্রেকিংয়ের দড়ি খুলতে গিয়ে দুজন ট্রেকার পড়ে যায়। দুর্ঘটনায় সুজয় দুলে নিহত এবং সুব্রতো বিশ্বাস আহত হন। তিনজন কুলি এবং অন্য ট্রেকার নরোত্তম গয়ান চিটকুলে পৌঁছে স্থানীয় প্রশাসনকে দুর্ঘটনার খবর জানান। তারপর আইটিবিপির একটি দল, হিমাচল প্রদেশ পুলিশ এবং রাজ্য দূর্যোগ মোকাবেলা দল যৌথভাবে ৪ সেপ্টেম্বর একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। দলটি আহত সুব্রতো বিশ্বাসকে দেখতে পেলে তাকে স্ট্রেচারে করে চিটকুলে নিয়ে যায়। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।