Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পৌর মেয়র মুরতুজা মানিকের সাময়িক বরখাস্তের উপর হাইকোর্টের স্থগিতাদেশ

| প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : দিনাজপুরের ফুলবাড়ীতে এশিয়া এনার্জির দায়েরকৃত ভাংচুর ও নাশকতা মামলায় ফুলবাড়ী পৌরসভার দু’বারের নির্বাচিত মেয়র মুরতুজা সরকার মানিকের সাময়িক বরখাস্তের রিট আবেদনের প্রেক্ষিতে গতকাল রোববার হাইকোর্টের ৮নং বেঞ্চ স্থগিতাদেশ প্রদান করেছেন।
মেয়র মুরতুজা সরকার মানিকের রিট আবেদনের শুনানিতে হাইকোর্টের ৮নং বেঞ্চের বিচারপতি সৈয়দ দস্তগীর ও আতিউর রহমান খান রোববার বিকেল ৪টায় এই আদেশ প্রদান করেন।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুর রউফ মিয়া স্বাক্ষরিত একপত্রে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ সালের ৩১ এর উপধারার (১) মোতাবেক আদালত চার্জশিট গ্রহণ করায় দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার মেয়র মুরতুজা সরকার মানিককে সাময়িকভাবে বরখাস্তের নির্দেশ দিয়ে ১নং প্যানেল মেয়র মামুনুর রশিদকে দায়িত্ব গ্রহণের আদেশ দেন। সেই আদেশের উপর মেয়র মুরতুজা সরকার মানিকের রিট আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে মহামান্য হাইকোর্ট ডিভিশন এই আদেশ প্রদান করেন।
পৌর মেয়র মানিক সরকারের বরখাস্তের উপর হাইকোর্ট ডিভিশনের স্তগিতাদেশ প্রদানে সন্তোষ প্রকাশ করেছেন, ফুলবাড়ী ডেকোরেটর মালিক সমিতির সভাপতি ও ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক সম্মিলিত পেশাজীবী সংগঠনের সদস্য সচিব সহকারী অধ্যাপক শেখ সাবীর আলী, পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান মজিবর রহমান, ফুলবাড়ী দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি পৌর কাউন্সিলর গোলাফ্ফর হোসেন, দোকান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, ফুলবাড়ী থানা ইলেকট্রিশিয়ান সমিতির সভাপতি ফারুক আহম্মেদ, ফুলবাড়ী জুয়েলারি মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মানিক মন্ডলসহ ফুলবাড়ীর সাধারণ জনতা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্থগিতাদেশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ