মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ফ্রান্সের করসিকা দ্বীপের একটি আদালত এ মর্মে রায় দিয়েছে যে, বুরকিনার ওপর স্থানীয় নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। গত মাসে সর্বোচ্চ প্রশাসনিক আদালতের বুরকিনা নিষিদ্ধের ওপর স্থগিতাদেশের পরও নতুন করে নিষেধাজ্ঞার এ আদেশ জারি হলো। গত মঙ্গলবার করসিকার স্থানীয় বাস্তিয়া আদালত ফ্রান্সের মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস লীগ-এর বুরকিনা নিষিদ্ধের আদেশকে চ্যালেঞ্জ করে দায়েরকৃত পিটিশন খারিজ করে দিয়েছেন। আদালতের রায়ে বলা হয়েছে, জনস্বার্থে জনগণের অনুভূতির দোহাই দিয়ে বুরকিনা নিষিদ্ধের সিদ্ধান্ত কার্যকর রাখা হচ্ছে। গত মাসে এক সৈকতে উত্তর আফ্রিকার এক পরিবারের সঙ্গে স্থানীয় এক পরিবারের মারামারি হয়। এতে পাঁচজন আহত হন। এর পরই সিসকো গ্রামের মেয়র অ্যাঙ্গে-পিয়েরে ভিভোনি বুরকিনা নিষিদ্ধ করেন। আদালতের রায়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। মুসলিম নারীদের সাঁতারের পোশাককে বুরকিনা বলা হয়। এটি মুখম-ল ছাড়া নারীদের শরীরকে আবৃত্ত রাখে। বুরকিনা পরার ওপর নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ফ্রান্সের সর্বোচ্চ প্রশাসনিক আদালতে আপিল করে হিউম্যান রাইটস লীগ। ওই আপিলের ভিত্তিতেই বুরকিনার ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করেন আদালত। আদালতের রায়ে বলা হয়, ওই নিষেধাজ্ঞা মানুষের চলাফেরার স্বাধীনতা, বিশ্বাসের স্বাধীনতা ও কারো ব্যক্তিগত স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন। সম্প্রতি নিস শহরের এক নারী প্রমেনাদে দেজ অ্যাংলেইসে সৈকতে বিশ্রাম নিচ্ছিলেন। আর্মড পুলিশ তাকে ঘিরে ধরে স্কার্ফ খুলতে বাধ্য করে। ওই নারীর পরনে ছিল নীল স্কার্ফ, লেগিংস এবং টিউনিক। তাকে পুলিশ জরিমানাও করেছে। তার জরিমানার রসিদে লেখা হয়, তিনি সেক্যুলারিজম এবং ভালো নৈতিক বোধসম্পন্ন পোশাক পরেননি। এই ঘটনার পরই বুরকিনা নিষিদ্ধের বিতর্কটি আরো তীব্র হয়। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।