গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্টাফ রিপোর্টার : গুলশান ও বনানী এলাকায় অবস্থিত দুই স্কুল ও তিন হোটেল উচ্ছেদ অভিযানে স্থগিতাদেশ দিয়েছেন উচ্চ আদালত। গতকাল বুধবার রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। গুলশান নর্থ এভিনিউতে অবস্থিত স্কলস্টিকা স্কুল ও গুলশান-২ নম্বরে অবস্থিত অরুরা ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ স্থানান্তরের জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় পেয়েছে। আর হোটেল হলিডে প্যানেট, হোটেল আমরাই ও বনানীর কফি ওয়ার্ল্ড সময়ে পেয়েছে তিন মাস। একই সঙ্গে এই সময়ে স্কুল কর্তৃপক্ষকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে কার্যক্রম চালাতে বলেছে আদালত। রিট আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন ইউসুফ হোসেন হুমায়ূন, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান। পরে মোখলেছুর রহমান সাংবাদিকদের বলেন, কোন ধরনের নোটিস ছাড়া উচ্ছেদ কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং ওই কার্যক্রম ইমারত নির্মাণ বিধিমালার ৩(১) বিধি ও সংশ্লিষ্ট বিধি-বিধানের পরিপন্থী ঘোষণা করা হবে না রুলে তা জানতে চাওয়া হয়েছে। হোটেল হলিডে প্যানেট, হোটেল আমরাই ও বনানীর কফি ওয়ার্ল্ড উচ্ছেদে তিন মাস পদক্ষেপ না নিতে বিবাদীদের প্রতি নির্দেশ দেয়া হয়। এক্ষেত্রেও নিরাপত্তা নিশ্চিত এবং বেঁধে দেয়া সময়ের পর বিবাদীদের পদক্ষেপ নেয়ার স্বাধীনতা থাকবে বলেও আদালত জানিয়েছে। গুলশানে হামলার পর ওখানে থাকা অনুমোদনবিহীন ৫৫২টি প্রতিষ্ঠানের তালিকা করে রাজউক। গত সোমবার থেকে এসব উচ্ছেদে কার্যক্রম শুরু হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।