Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুলশানে ফুড প্যালেস রেস্টুরেন্ট উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ

প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : গুলশান ১নং রোডে অবস্থিত ফুড প্যালেস রেস্টুরেন্ট উচ্ছেদে ৬ মাসের স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার এ বিষয়ে রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে রাজউকের দেয়া উচ্ছেদ নোটিশটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ.কে.এম এহসানুর রহমান। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট এস.এম জুলফিকার আলী জুনু। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল মোখলেছুর রহমান।
গত রোববার রেস্টুরেন্টের এমডি আব্দুল্লাহ আল হারুন রাজউকের উচেছদ অভিযানের নোটিশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। রিটের শুনানি শেষে আদালত এ আদেশ দেন। গত ১১ জুলাই রেস্টুরেন্ট উচ্ছেদ করতে নোটিশ দিয়েছিল রাজউক। এ বিষয়ে মোখলেছুর রহমান বলেন, আগামি ১০ জানুয়ারির মধ্যে এই রেস্টুরেন্টকে এখান থেকে সরাতে বলা হয়েছে। অন্যথায় রাজউক তাদেরকে উচ্ছেদ করতে পারবে। গুলশান এলাকায় আজ থেকে উচ্ছেদ অভিযান শুরু হওয়ার কথা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গুলশানে ফুড প্যালেস রেস্টুরেন্ট উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ