Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শীর্ষ ২০ সিকিউরিটিজ হাউজের তালিকা প্রকাশ

| প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ২০১৭ সালের মার্চ মাসের শীর্ষ ২০ ব্রোকারেজ হাউজগুলোর তালিকা প্রকাশ করেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই)। ২০ বোকারেজ হাউজগুলোর মধ্যে প্রথম স্থান দখল করেছে লংকা বাংলা সিকিউরিটিজ লিমিটেড। এর পরের স্থানেই অবস্থান করছে আইসিবি সিকিউরিটিজ অ্যান্ড ট্রেডিং কোম্পানি লিমিটেড। আর তৃতীয় স্থানে রয়েছে আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড।
ডিএসই সূত্রে জানা যায়, চতুর্থ স্থানে রয়েছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড। পঞ্চম স্থানে ইউনিক্যাপ সিকিউরিটিজ লিমিটেড, ষষ্ঠ স্থানে এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস, সপ্তম স্থানে রয়েছে সিটি ব্রোকারেজ, অষ্টম স্থানে ইবিএল সিকিউরিটিজ, নবম স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ, দশম স্থানে রয়েছে শেলটেক ব্রোকারেজ। এ ছাড়া ১১তম স্থানে রয়েছে এমটিবি সিকিউরিটিজ, ১২তম স্থানে শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ, ১৩তম স্থানে বিএলআই সিকিউরিটিজ লিমিটেড, ১৪তম রয়েছে শান্তা সিকিউরিটজ লিমিটেড, ১৫তম রয়েছে ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, ১৬তম ব্যাংক এশিয়া সিকিউরিটিজ, ১৭তম রয়েছে ইউনাইটেড ফাইন্যান্স ট্রেডিং কোম্পানি লিমিটেড, ১৮তম রয়েছে প্রাইম ইসলামী সিকিউরিটিজ লিমিটেড, ১৯তম রয়েছে গ্রীণ ডেল্টা সিকিউরিটিজ লিমিটেড এবং সর্বশেষে রয়েছে রয়্যাল ক্যাপিটাল লিমিটেড। -ওয়েবসাইট



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রকাশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ