মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যাকাণ্ডের ওপর প্রথমবারের মতো ১৩ হাজারের বেশি নথি প্রকাশের নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস।
হোয়াইট হাউসের বরাতে বিবিসি জানায়, ১৩ হাজার ১৭৩টি নথি অনলাইনে প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে ৯৭ শতাংশ নথি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হলো। তবে এসব নথি থেকে খুব বড় কিছু উদ্ঘাটনের প্রত্যাশা না করা হলেও ইতিহাসবিদরা এ হত্যাকাণ্ড সম্পর্কে আরও জানতে পারবেন।
১৯৬৩ সালের ২২ নভেম্বর কেনেডি টেক্সাসের ডালাস সফরের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পরে ওয়ারেন কমিশনের তদন্তে উঠে আসে, তাকে লি হার্ভে অসওয়াল্ড নামে এক মার্কিন নাগরিক হত্যা করেছেন। তবে গ্রেপ্তারের দুদিন পর ডালাস পুলিশ সদরদপ্তরে বেসমেন্টে অসওয়াল্ডকেও হত্যা করা হয়।
১৯৯২ সালের এক মার্কিন আইন অনুযায়ী, ২০১৭ সালের অক্টোবরের মধ্যে কেনেডি হত্যাকাণ্ডের সব নথি সরকারকে প্রকাশ করতে হতো। আগের প্রেসিডেন্টের সময় তা মানা হয়নি। তবে দেরিতে হলেও গতকাল বৃহস্পতিবার এসব নথি প্রকাশের অনুমোদন দিয়ে একটি নির্বাহী আদেশ জারি করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
তবে কিছু নথি নথি ২০২৩ সালের জুন পর্যন্ত অপ্রকাশিত থাকবে বলে জানান বাইডেন। পরে মার্কিন ন্যাশনাল আর্কাইভস জানায়, ৫১৫টি নথি সম্পূর্ণ অপ্রকাশিত এবং ২ হাজার ৫৪৫টি নথি আংশিক অপ্রকাশিত থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।