Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নববর্ষের অনুষ্ঠানে আপত্তিকর মুখোশ পরা যাবে না চট্টগ্রামের পুলিশ সুপার

| প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : পহেলা বৈশাখের অনুষ্ঠান বা র‌্যালিতে আপত্তিকর কোনো মুখোশ পরা যাবে না জানিয়ে চট্টগ্রামের পুলিশ সুপার নূরে আলম মিনা বলেন, কিছু মুখোশ তো এমন যা কারো মুখে পরা দেখলে যে কেউ হার্ট অ্যাটাক করতে পারে।
তিনি বলেন, পহেলা বৈশাখে এবারও বিকেল ৫টার পরে অনুষ্ঠান করা যাবে না। এই নিষেধাজ্ঞার পাশাপাশি আরও কিছু বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল-আপত্তিকর ও ভীতিকর মুখোশ না পরা।
গতকাল (রোববার) জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় একথা বলেন পুলিশ সুপার। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন সভাপতিত্ব করেন।
পুলিশ সুপার নুরে আলম মিনা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে আমাদের কাছে নির্দেশনা এসেছে। বিকেল ৫টার পর কোনো অনুষ্ঠান করা যাবে না। তবে মঙ্গল শোভাযাত্রার করা যাবে না এমন কিছু বলা হয়নি। পাশাপাশি আপত্তিকর কোনো মুখোশ পরে অনুষ্ঠানে যোগ দেয়া যাবে না।
সভায় জেলা সংসদের মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাব উদ্দিন বলেন, একটি সংগঠনের পক্ষ থেকে মঙ্গল শোভাযাত্রার বিষয়ে আপত্তি এসেছে। তাই সেদিন যেন আইন-শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি না ঘটে সে বিষয়ে নজর রাখতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন সরকারি নিষেধাজ্ঞা মানতে জেলা ও উপজেলা পর্যায়ে বিকেল ৫টার মধ্যেই পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষ করতে উপস্থিত জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। নির্দিষ্ট সময়ের পর অনুষ্ঠান করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।
সভায় বিভিন্ন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, উপজেলার চেয়ারম্যান, পৌরসভা মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন পর্ষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নববর্ষ

১৪ এপ্রিল, ২০২২
১৪ এপ্রিল, ২০২২
১৪ এপ্রিল, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ