Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমিরাতে মাওলানা রমজান আলী স্মৃতি সংসদের বর্ষপূর্তি ও নববর্ষ উদযাপন

আরব আমিরাত থেকে ছালাহউদ্দিন, | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২৩, ৭:৪৮ পিএম

আরব আমিরাতে চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার সত্তারকূল হযরত মাওলানা রমজান আলী স্মৃতি সংসদ প্রবাসী শাখার ৫ম বর্ষপূর্তি ও ইংরেজি নববর্ষ উপলক্ষে পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত রোববার দুবাইয়ের মুশরিফ পার্কে দিনব্যাপী খেলাধুলা, খানাপিনা, আলোচনা সভা, রেফেল ড্র ও পুরস্কার বিতরণসহ নানা আয়োজনে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে জাঁকজমকপূর্ণ। অনুষ্ঠানে আমিরাতের বিভিন্ন প্রান্ত থেকে স্মৃতি সংসদের কর্মকর্তা, সদস্য এবং আমিরাতে অবস্থানরত একই এলাকার প্রবাসীদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমিরাতের আল নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ন,আ,ম বদরুদ্দীন।
সংগঠনের সভাপতি ও আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতি ( প্রসাস )-এর সাধারণ সম্পাদক এম আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা সভা, রেফেল ড্র ও পুরস্কার বিতরন পর্ব পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ আজমখান ও সাধারণ
সম্পাদক ইন্জিনিয়ার মোহাম্মদ শাহাজাহান।
হামীম আবদুল্লাহর কুরআন তেলোওয়াতের পর অনুষ্ঠানে ইসলামী কুইজ পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ ইয়াছিন।
অনুষ্ঠানে খেলাধুলাসহ অন্যান্য ইভেন্টগুলো পরিচালনা করেন যথাক্রমে মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ রফিক, সোহেল চৌধুরী, দুলাল চৌধুরী,মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ মোজাম্মেল, মোহাস্মদ আলমগীর, আলিমুজ্জান, মোহাম্মদ জাগের প্রমুখ।
আয়োজকরা বলেন, ব্যস্ত প্রবাস জীবনে কাজের এক গেয়েমী দূর করে নিজ এলাকার সকল প্রবাসীদের একত্রিত করে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ বা অটুট রাখতেই মূলতঃ এ আয়োজন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, অনুষ্ঠানে রেফেল ড্র-এর বিজয়ী রিমন ও শামিমা আকতার আল-নুর ফাউন্ডেশনর সৌজন্যে ওমরা প্যাকেজে ওমরা হজ্ব করতে পারবেন বলে জানানো হয়।

 

প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নববর্ষ উদযাপন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ