Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণফ্রন্টের চট্টগ্রাম শহর শাখা গঠন

| প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে ‘দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি’ নিয়ে গণ ফ্রন্ট, চট্টগ্রাম শহর শাখা আয়োজিত একসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মো. জাকির হোসেন, চেয়ারম্যান, গণ ফ্রন্ট ও সভাপতি, জাতীয় কর আইসজীবী সমিতি। প্রধান অতিথির ভাষণে বলেন- ‘গণ তন্ত্রের স্বার্থে দুর্নীতিবাজদের বর্জন করতে হবে। দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে- অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে সবদলের অংশগ্রহণের মাধ্যমে একটি নির্বাচনের ব্যবস্থা বর্তমান সরকারকেই নির্বাচন কমিশনের মাধ্যমে করতে হবে।’
সভায় বক্তব্য রাখেন আজমল হোসেন শিমু প্রেসিডিয়াস মেম্বার, গণ ফ্রন্ট, শরীফুল ইসলাম, স্ট্যান্ডিং কমিটির সদস্য, গণ ফ্রন্ট, উপস্থিত ছিলেন স্ট্যান্ডিং কমিটির সদস্য অ্যাডভোকেট কলিকা মাহফুজ আরা, সাংগঠিক সম্পাদক ফেরদৌস আহমেদ, ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান, ঢাকা মহানগর দ. আহ্বায়ক আলমগীর হোসেন যুগ্ম মহাসচিব আ. আলিম ও প্রমুখ। সভায় সভপতিত্ব করেন হাজী মো. আব্দুল্লাহ, আহ্বায়ক, গণ ফ্রন্ট, চট্টগ্রাম শহর শাখা। উক্ত সভার ১৫ সদস্য বিশিস্ট গণ ফ্রন্টের চট্টগ্রাম শহর শাখা গঠন করা হয়। সভাপতি হাজী মো. আবদুল্লাহ ও মহাসচিব অধ্যাপক ডা. মো. শরিফুল কবির।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গঠন

২৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ