Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিরাইয়ে বস্তা পড়ে শ্রমিক নিহত

| প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

দিরাই উপজেলা সংবাদদাতা : দিরাইয়ে রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় ট্রাক থেকে ময়দার বস্তা পড়ে এক দিনমজুর শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় ট্রাক ও তার চালককে আটক করা হয়েছে। দিরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকাল সোয়া ১০টার দিকে মাল বোঝাই একটি ট্রাক সুনামগঞ্জের দিরাই উপজেলার পৌরশহরের ব্রিজে ওঠার পর সেখানে দাঁড়ানো থাকা উপজেলার তাড়ল ইউনিয়নের সরমঙ্গল গ্রামের মৃত শুকর মাহমদের ছেলে চান মিয়ার (৪০) ওপর একটি ময়দার বস্তা পড়ে যায়। সাথে সাথেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে দিরাই হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাক (ঢাকা-মেট্টো-ট-১৮-৬১৫৬) ও তার চালককে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ প্রেরণ করেছে বলে জানান দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল জলিল। তিনি আরো জানান, ট্রাকের চালক বর্তমানে দিরাই থানা হাজতে ও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে, তবে এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ