Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাস্তবে না থাকলেও ‘মঙ্গা’আছে অভিধানে সংস্কৃতিমন্ত্রী

| প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

নীলফামারী সংবাদদাতা : বাস্তবে ‘মঙ্গা’ না থাকলেও অভিধানে ‘মঙ্গা’ আছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার বিচক্ষণতা, দূরদর্শিতা আর পরিকল্পনার কারণে মঙ্গা হারিয়ে গেছে ইতিহাস থেকে। গতকাল শুক্রবার দুপুরে নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উল্লেখ করেন তিনি।
জেলা কৃষকলীগের সভাপতি অ²য় কুমার রায়ের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় সভাপতি মোতাহার হোসেন মোল্লা এবং প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খন্দকার শামসুল হক রেজা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, জেলা আ’লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইয়াহিয়া আবীদ প্রমুখ।
মন্ত্রী বলেন, আমরা এক সময় বলতাম, ‘হাত্তিক (হাতি) ঠেলা যায়, কিন্তু কার্তিক ঠেলা যায় না’। সেটা এখন আর নেই। আমরা বলিও না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই শব্দ ইতিহাস থেকে মুছে দিয়েছেন।
কৃষি ও কৃষকের পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, কোথায় কতটা ভর্তুকি দেয়া হচ্ছে সেটা সবাই জানেন। কত দাম দিয়ে সার কিনে কত দামে বিক্রি করা হচ্ছে। তিনি সরকারের উন্নয়নের সফলতাগুলো মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দেয়ার আহ্বান জানান কৃষকলীগের সব নেতাকর্মীকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাস্তব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ