Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মূল্যস্ফীতি আরো বাড়াবে অবাস্তব জ্বালানি নীতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

কার্বন নিঃসরণ কমাতে অবাস্তব নীতি বিশ্বজুড়ে মূল্যস্ফীতিকে নজিরবিহীন পর্যায়ে নিয়ে যাবে বলে মনে করেন সউদী আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বলেন, জ্বালানির বৈশ্বিক চাহিদা পূরণ করতে হলে পুনর্ব্যবহারযোগ্য জ্বালানি প্রযুক্তির পাশপাশি জীবাশ্ম জ্বালানি ক্ষেত্রেও বিনিয়োগ আরো বাড়াতে হবে। বিশ্বের শীর্ষ জ্বালানি তেল রপ্তানিকারক দেশ সউদী আরব। দেশটির অর্থনীতি পুরোপুরি তেল নির্ভর। ইউক্রেনে অভিযানের জেরে রাশিয়াকে শাস্তি দিতে পশ্চিমা বিশ্ব দেশটির জ্বালানির উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। যার নেতিবাচক প্রভাব পড়েছে পুরো বিশ্বে। কারণ, রাশিয়া বিশ্বের দ্বিতীয় শীর্ষ জ্বালানি তেল রপ্তানিকারক দেশ। বিশ্ব বাজারে রাশিয়ার তেলের যোগান বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানি তেলের দাম যেন ‘পাগলা ঘোড়া’ হয়ে উঠেছে। এ অবস্থায় তেলের বাজার নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিম দেশগুলো সউদী আরবসহ ওপেকভুক্ত দেশগুলোর প্রতি তেলের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি করার অনুরোধ জানিয়েছে। এই লক্ষ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মত সউদী আরব সফরে গেছেন জো বাইডেন। সউদী আরব বর্তমানে একদিনে এক কোটি ২০ লাখ ব্যারেল তেল উৎপাদন করে। ২০২৭ সালের মধ্যে ওই উৎপাদন বাড়িয়ে দিনে এক কোটি ৩০ ব্যারেল করার ঘোষণা দিয়েছেন যুবরাজ মোহাম্মদ। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মূল্যস্ফীতি আরো বাড়াবে অবাস্তব জ্বালানি নীতি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ