Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.) ছিলেন রাসূল (সা.) আদর্শের বাস্তব প্রতিচ্ছবি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২২, ১২:০১ এএম

আন্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ্র (রহ.) ওফাত দিবস উপলক্ষে আয়োজিত ৩০তম সালানা ওরস মাহফিল যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার পালিত হয়েছে। নগরীর ষোলশহরস্থ জামেয়া আহদিয়া সুনিèয়া কামিল মাদ্রাসা ময়দানে আনজুমান ট্রাস্টের সেক্রেটারী জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এম মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, পাকিস্তান, ভারত, সৌদিআরব, বার্মা, দক্ষিণ আফ্রিকা ও মধ্যপ্রাচ্যসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে অসংখ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, খানকায় ওরস অনুষ্ঠিত হয়। মাহফিলে বক্তারা বলেন, উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.) মুসলমানদের কোরআন-সুন্নাহর আলোকে শরীয়ত ও তরিকতের সমন্বয়ে জীবন গঠনের পথ নির্দেশনা দিয়ে গেছেন। তিনি ছিলেন রাসূল (সা.) আদর্শের বাস্তব প্রতিচ্ছবি-মুসলিম মিল্লাতের উজ্জ্বল আলোকবর্তিকা। এতে বক্তব্য রাখেন গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল কাজী মুহাম্মদ আব্দুল ওয়াজেদ, ভাইস প্রিন্সিপাল ড. আবু তৈয়ব মুহাম্মদ লিয়াকত আলী, আল্লামা হাফেজ সোলায়মান আনসারী, হাফেজ মুহাম্মদ আশরাফুজ্জামান আলকাদেরী, মাওলানা আবু তৈয়ব চৌধুরী, মাওলানা মুহাম্মদ বদিউল আলম রিজভী, মাওলানা মুহাম্মদ হারুন-অর-রশীদ, আল্লামা নূর মোহাম্মদ আলকাদেরী প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন-আনজুমান ট্রাস্টের এডিশনাল জেনারেল সেক্রেটারি মুহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মুহাম্মদ সিরাজুল হক, এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি এসএম গিয়াস উদ্দিন শাকের, ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ এনামুল হক বাচ্চু, অর্গানাইজিং সেক্রেটারি মুহাম্মদ মাহবুবুল আলম, প্রেস এণ্ড পাবলিকেশন সেক্রেটারি অধ্যাপক কাজী শামসুর রহমান, গাউসিয়া কমিটির মহাসচিব শাহাজাদ ইবনে দিদার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.) ছিলেন রাসূল (সা.) আদর্শের বাস্তব প্রতিচ্ছবি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ