বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাঙ্গলকোট (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের মন্নারায় মাদক নির্মূল ও সন্ত্রাস দমন কমিটির উদ্যোগে মাদক ও সন্ত্রাসী কর্মকান্ড বিরোধী মানববন্ধন কর্মসূচী ও সমাবেশ গত বুধবার স্থানীয় মন্নারা বাজারে অনুষ্ঠিত হয়। স্থানীয় এলাকাবাসী, বাজার ব্যবসায়ী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী এ মানববন্ধন কর্মসূচীতে অংশ গ্রহণ করে মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ জানান। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন মাদক নির্মূল ও সন্ত্রাস দমন কমিটির আহবায়ক খন্দকার আবুল বাশার বাবুল, বাজার ব্যবসায়ী আলী আক্কাছ খন্দকার, নুরুর রহমান মিয়াজী, খ,ম জিল্লুর রহমান, দুলাল মিয়া, জামাল হোসেন মেম্বার, গাজী শাহাদাত হোসেন মেম্বার, জয়নাল আবেদীন ভূঁইয়া, আবদুল্লাহ আল নোমান, হেদায়েত উল্লাহ প্রমুখ। বক্তারা বলেন, এলাকার একটি মহল দীর্ঘদির ধরে মন্নারাসহ স্থানীয় এলাকায় মদ, গাঁজা ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন ও বিক্রি করে যুব সমাজকে ধ্বংস করছে। মাদকের ছোবলে কোমলমতি শিশুরা আক্রান্ত হয়ে বিপথগামী হয়ে পড়ছে।
এদিকে একইদিন উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের শুভপুর বাজারে মাদক ও সন্ত্রাসী রিরোধী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে বক্তব্য রাখেন রবিউল হোসেন ঝন্টু, হাজী আবুল কাশেম, কাজী নুরুল আলম, ফজলুল করিম খন্দকার, মাষ্টার হুমায়ুন কবির, কাজী আনিছুল হক,কাজী আনোয়ার হোসেন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।