বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার : কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের চেয়ারম্যান ও সাবেক এমপি জয়নাল আবেদীন ভৃঁইয়ার ভাতিজা মো. নাজমুল হাছান ভৃঁইয়া বাছিরের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁর জীবনের নিরাপত্তা দাবি করেছেন। গতকাল শনিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে অবভিট রিসোর্ট সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবী জানান। এবিষয়ে তিনি পুলিশের আইজিপি, জেলা পুলিশ সুপার ও র্যাবের সহযোগিতা কামনা করছেন। লিখিত বক্তব্যে ইউপি চেয়ারম্যান নাজমুল হাছান ভূইয়া বাছির বলেন, গত ২১জুন বিকেলে ঢালুয়া বাজার সিএনজি অটো রিকশা সমিতির সভাপতি অহিদুর রহমানের সাথে নাঙ্গলকোট উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফের বাকবিত-া হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ভাইস চেয়ারম্যানসহ কয়েকজন আহত হয়। ঘটনার সময় ইউপি চেয়ারম্যান বাছির এবং তার পরিবারের কোন লোকই উপস্থিত ঘটনাস্থলে উপস্থিত ছিল না। দাপ্তরিক কাজে চেয়ারম্যান বাছির উপজেলা কমপ্লেক্সে ছিলেন। সংবাদ সম্মেলনে বাছির বলেন, সংঘটিত ঘটনার খবরটি তিনি লোক মারফত জানতে পারেন। ঢালুয়া সিএনজি স্ট্যান্ডের আধিপত্য নিয়েই ঘটনাটি ঘটেছে। এই ঘটনার সাথে তার নুন্যতম সম্পর্ক নেই বলে তিনি দাবি করেন। অথচ তাকে মামলায় প্রধান আসামি করে তার পরিবারের আরও চারজনকে মামলায় জড়ানো হয়েছে। ঘটনার পরদিন ২২ জুন ভাইস চেয়ারম্যান আবু ইউসুফের ইন্ধনে তার লোকজন ঢালুয়া ইউনিয়ন আওয়ামী লীগ অফিস ভাঙচুর করেছে। ইউসুফ মাদকসহ এলাকায় চাঁদাবাজি ও বিভিন্ন অনৈতিক ঘটনার গডফাদার হয়ে উঠেছে। চেয়ারম্যান বাছির নিজে ও তার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।