প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : নতুন বিজ্ঞাপনে মডেল হলেন উপস্থাপিকা সোনিয়া হোসেইন। একটি বহুজাতিক প্রতিষ্ঠানের ‘স্টোভ’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন শিপন। রাজধানীর তেজগাঁওয়ের কোক ফ্যাক্টরিতে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। বিজ্ঞাপনটির শুটিংয়ের জন্য টানা ১৮ ঘণ্টারও বেশি সময় তাকে ক্যামেরার সামনে কাজ করতে হয়েছে। সোনিয়া হোসেইন বলেন, ‘টানা ১৮ ঘণ্টা শুটিং করেছি। যেহেতু প্রায় প্রতিটি দৃশ্যেই আমাকে থাকতে হয়েছে, তাই বিশ্রাম করার তেমন সুযোগ মিলেনি। তারপরও চেয়েছি একটি ভাল বিজ্ঞাপন হোক। পরিচালক, ইউনিট, সহশিল্পীদের আন্তরিকতায় একটি ভাল বিজ্ঞাপন হয়েছে। বিজ্ঞাপনটি দর্শকের ভালো লাগবে।’ এদিকে আসছে ঈদ উপলক্ষে সোনিয়া মাবরুর রশীদ বান্নাহর নির্দেশনায় নতুন একটি খÐ নাটকের কাজ করবেন। এছাড়া আরো বেশ কয়েকটি ঈদ নাটকে কাজ করার কথা রয়েছে। বেশকিছুদিন লন্ডনে থাকার পর কয়েক বছর হলো দেশে ফিরেছেন সোনিয়া হোসেইন। দেশে ফিরে তিনি ধারাবাহিক ‘দোস্ত দুশমন’ ধারাবাহিকে অভিনয় করেন। তার অভিনীত একমাত্র চলচ্চিত্র আলভী আহমেদ পরিচালিত ‘ইউটার্ন’। এতে তার বিপরীতে ছিলেন শিপন মিত্র। দেশটিভিতে প্রচার চলতি ম্যাগাজিন অনুষ্ঠান ‘সুরাঞ্জলি’র নিয়মিতভাবে উপস্থাপনা করছেন সোনিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।