Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফটিকছড়িতে মাইজভান্ডার দরবারে ৮১তম ওরস অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ফটিকছড়ি উপজেলা সংবাদদাতা : মাইজভান্ডার দরবার শরীফের আধ্যাত্মিক সাধক, হযরত গাউছুল আজম শাহছুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান আল-হাচানী আল মাইজভান্ডারী প্রকাশ বাবা ভান্ডারীর’র (ক:) ৮১তম বার্ষিক ওরশ গতকাল বুধবার ফটিকছড়ির দরবার শরীফে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মঞ্জিলের বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছেÑ খতমে কুরআন, খতমে গাউছিয়া শরীফ, রওজায় গিলাফ চড়ানো, পুস্পস্তবক অর্পণ, বাবা ভান্ডারী জীবনদর্শনের ওপর আলোচনা, ওয়াজ-মিলাদ, আখেরি মোনাজাত ও তবারক বিতরণ। ওরশ শরীফ উপলক্ষে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো আশেকান ও ভক্তবৃন্দ বিভিন্ন যানবাহন যোগে দরবার শরীফে সমবেত হতে থাকে। মাইজভান্ডার এসে আশেকানে ভক্তরা গাউছিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদানশীনদের সাক্ষাতের জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ভক্তরা মঞ্জিলে প্রবেশ করে। পরে ভক্তরা মাইজভান্ডার শরীফের বিভিন্ন রওজায় জেয়ারতের মাধ্যমে নিজ নিজ মনোবাসনা পূরণের জন্য কুরআন তিলাওয়াত, জিকির-আসকার করে মহান রাব্বুল আলামীনের দরবারে ফরিয়াদ করতে দেখা যায়। ওরশ শরীফের প্রধান দিবসে লাখো ভক্তের মিলন, রাতে মিলাদ মাহফিল ও জিকির শেষে বিশ্বের সকল উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করবেন বর্তমান সাজ্জাদানশীন শাহ ছূফি মাওলানা ছৈয়দ মুজিবুল বশর আল-হাছানী আল-মাইজভান্ডারী (ম:জি:আ:)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফটিকছড়ি

২২ ফেব্রুয়ারি, ২০২০
৪ অক্টোবর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ