Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফটিকছড়িতে অস্ত্র গুলি মাদকসহ গ্রেফতার ৩

প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : ফটিকছড়ি উপজেলার নাজিরহাটের পূর্ব ফরহাদাবাদে এক মাদক সম্রাটের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অস্ত্রসস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এসময় তিনজনকে গ্রেফতার করা হয়। গতকাল (শুক্রবার) বিকেলে পুলিশ সুপার নুরে আলম মিনা তার কার্যালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত বর্ণনা দেন। বৃহস্পতিবার রাতভর ডাকাতি মামলার চার্জশিটভুক্ত আসামি শফিউল আজম ওরফে মাদক সম্রাট আজমের দোতলা বাড়িতে এ অভিযান চালানো হয়। গ্রেফতার তিনজন হলেন, হাটহাজারী উপজেলার কাটিরহাট এলাকার মো. ফরিদ মিয়ার ছেলে মো. মন্নান মিয়া (৩৩), ফটিকছড়ির কুম্বারপাড়া বড়বাড়ি এলাকার মো. ইলিয়াছের ছেলে মো. রাশেদ (১৫) ও শফিউল আজমের স্ত্রী সাজু আকতার (৩৮)। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে দুটি দেশিয় তৈরি এলজি, একটি একনলা বন্ধুক, একটি কাটা রাইফেল, একটি এয়ার গান, দুটি রিভলবার সদৃশ্য গ্যাসলাইট, ১০টি কার্তুজ, ২ রাউন্ড গুলি, একটি চাপাতি ও তিনটি ছোরা। এছাড়া মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৪০০ পিস ইয়াবা, ৯ কেজি গাঁজা, তিন বোতল ফেনসিডিল। এসময় মাদকদ্রব্য বিক্রির ৪৭ হাজার ২৬৫ টাকা এবং দুটি মোবাইল সেটও উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, মূলতঃ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জমা করে রাখা হয়েছে এমন খবরের ভিত্তিতে পুলিশ মাদক সম্রাট হিসেবে খ্যাত শফিউল আজমের বাসায় অভিযান চালায়। কিন্তু সেখান থেকে মাদকের সঙ্গে বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার করা হয়েছে। তবে প্রধান আসামি শফিউল আজমকে গ্রেফতার করা সম্ভব হয়নি জানিয়ে করে তিনি বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে শফিউল আজম পেছনের পুকুর সাঁতরে পালিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফটিকছড়িতে অস্ত্র গুলি মাদকসহ গ্রেফতার ৩
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ