বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী ব্যুরো : মুক্তিপণের দাবিতে সাত বছরের শিশু মেঘদাদকে অপহরণ ও হত্যার অভিযোগে আসামি আশিক মন্ডলকে পৃথক পৃথক ধারায় ডাবল মৃত্যুদন্ডে দন্ডিত করা হয়েছে। রাজশাহীর দ্রæত বিচার ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) শিরীন কবিতা আখতার গত মঙ্গলবার আসামির উপস্থিতিতে এই মামলার রায় প্রদান করেন। রায়ে মৃত্যুদন্ড ছাড়াও আসামি আশিককে ১৭ বছর সশ্রম কারাদন্ড এবং ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। আসামি আশিক মন্ডল বগুড়ার আদমদীঘি থানার পশ্চিম কলোনি দীঘিরপাড়া শান্তাহারের আকতার হোসেন ওরফে বাবুর ছেলে। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৪ সালের ২৯ জুলাই সকাল সাড়ে আটটার দিকে পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য রাশেদুল ইসলাম তার শিশুপুত্র মেঘদাদকে নিয়ে বশিপুর ঈদগাহ মাঠে যায়। নামাজ শেষে মাঠ সংলগ্ন আনন্দমেলায় মেঘদাদ খেলনা কিনতে যায়। রাশেদুল তার পিতা আব্দুর রাজ্জাককে শিশু মেঘদাদকে নিয়ে বাড়ি আসার জন্য বলে পারিবারিক কবরস্থানে জিয়ারতের জন্য যায়। বাড়ি ফিরে পিতার নিকট জানতে পারে মেঘদাদকে পাওয়া যাচ্ছে না। এর এক পর্যায়ে রাশেদুলের মোবাইলে কল করে মেঘদাদকে ফিরে পেতে সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।