Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বদলগাছীতে দুর্ধর্ষ ডাকাতি গৃহকর্তার গুলিতে ডাকাত নিহত : আহত ৪

| প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

নওগাঁ জেলা সংবাদদাতা : নওগাঁর বদলগাছী উপজেলার গয়েসপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলে আজিজ চৌধুরীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় সংঘবদ্ধ ডাতাকদল অস্ত্রের মুখে বাড়ির লোকজনদের জিম্মি করে প্রায় ৬ লক্ষাধিক টাকার মালামার লুট করে। ডাকাতির সময় গৃহকর্তা ফজলে আজিজ চৌধুরীর লাইসেন্সকৃত বন্দুকের গুলিতে শহিদুল ইসলাম শহিদ নামের এক ডাকাত সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ৪ ডাকাত সদস্য আহত হয়েছে বলে গৃহকর্তা ও পুলিশ দাবি করেছেন। বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন জানান. মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ২০-২৫ জনের একটি ডাকাত দল ওই বাড়ির পিছনের উত্তর দিকে নিচতলার জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে ফজলে আজিজ চৌধুরীর তিন ছেলে ও তাদের স্ত্রী-সন্তানসহ অন্য সদস্যদের বেঁধে মারধর শুরু করে। এক পর্যায়ে প্রায় ১২ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪০ হাজার টাকা লুট করে ডাকাত দল। এ সময় অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলে আজিজ চৌধুরী তার লাইসেন্সকৃত বন্দুক দিয়ে ফাঁকা গুলি চালালে ডাকাতরাও পাল্টা গুলি করতে থাকে। এক পর্যায়ে প্রাণ বাঁচাতে ডাকাতদের লক্ষ্য করে আবারও গুলি করলে এক ডাকাত সদস্যর বুকের ডান পাশে লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হয় ডাকাত সদস্য শহিদুল ইসলাম শহিদ (৪৮)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ