পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
নওগাঁ জেলা সংবাদদাতা ঃ নওগাঁর বদলগাছী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা ও ভুট্টার বীজ এবং সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি বদলগাছী কৃষি প্রশিক্ষণ হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি। বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন শওকতের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা অলি আহম্মেদ রুমি চৌধুরী, কৃষি কর্মকর্তা হাসান আলী, চেয়ারম্যান আব্দুস সালাম, আইন উদ্দিন শেখ প্রমুখ। উপজেলার ৬৫০ জন কৃষকের মধ্যে ৫শ’ জনকে সরিষা ও ভুট্টার বীজ ১ কেজি করে, সার ডিএপি ২০ কেজি, পটাশ ১০ কেজি বিতরণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।