বদলগাছীতে খনিজ সম্পদ অনুসন্ধানে ড্রিলিং শুরু
প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম
নওগাঁ জেলা সংবাদদাতা : নওগাঁর বদলগাছীতে স্তরতাত্তি¡ক তথ্য সংগ্রহ ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ অনুসন্ধানে ড্রিলিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টায় উপজেলার তাজপুর গ্রামে বাংলাদেশ ভ‚-তাত্তি¡ক জরিপ অধিদফতরের (জিএসবি) মহাপরিচালক নিহাল উদ্দীন এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মোস্তফা অলি আহম্মেদ রুমী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন শওকত, বাংলাদেশ ভ‚-তাত্তি¡ক জরিপ অধিদফতরের (জিএসবি) সহকারী পরিচালক আমিরুন ইসলাম, তথ্য সংগ্রহকালে উপ-পরিচালক (ড্রিলিং প্রকৌশল) খন্দকার রবিউল ইসলাম, সহকারী পরিচালক মো. মাছুম, বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন খান রতন উপস্থিত ছিলেন। মহাপরিচালক নিহাল উদ্দীন জানান, রিক মেশিন দিয়ে মাটির নিচে প্রায় ৪ হাজার ফুট গভীর করে ক‚প খননের মাধ্যমে নিরীক্ষা অভিযান চালানো হবে। ৩ হাজার ফিট খনন করলেই মাটির নিচে কী ধরনের খনিজ পদার্থ আছে তার নমুনা পাওয়া যাবে। সেই নমুনার পরীক্ষা-নিরীক্ষার করে সংশ্লিষ্ট বিভাগকে জানানো হবে। তিনি আরও জানান, এখানে কয়লা, চুনা পাথর ও উন্নত মানের চিনা মাটি পাওয়ার সম্ভবনা রয়েছে।