Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বদলগাছীতে কম্বাইন্ড হারভেস্টার যন্ত্র প্রদর্শনী

প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নওগাঁ জেলা সংবাদদাতা : নওগাঁর বদলগাছীতে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদ বৃদ্ধির (দ্বিতীয় পর্যায়) আওতায় কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বদলগাছী কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলার আধাইপুর ইউনিয়নের সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আধাইপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিচালক (খামারবাড়ী) হটিকালচার উইং বিভাগের মো: কুদরত-ই-গণী। তিনি বলেন, বর্তমানে কৃষিপ্রযুক্তির আধুনিক যন্ত্র ব্যবহার করে শ্রমিক সঙ্কটের মোকাবেলা করতে হবে। আর এতে করে শ্রমিক সঙ্কট দূর হবে এবং সময় ও খরচ দুটোই সাশ্রয় হবে। কৃষির নতুন নতুন প্রযুক্তির আবির্ভাবে উৎপাদনমাত্রা অনেক বেড়ে গেছে। আর এ জন্যই আমাদের দেশ এখন বিশ্বের দরবারে মধ্যম আয়ের দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বর্তমানে কম্বাইন্ড হারভেস্টার যে যন্ত্র তৈরি হয়েছে এ যন্ত্রের মাধ্যমে এক ঘণ্টায় ৪০-৪৮ শতক জমির ধান কর্তন করা যাবে। আর প্রতি ঘণ্টায়ে শুকনা জমিতে তেল খরচ হবে মাত্র এক লিটার ও কাঁদা জমিতে প্রতি ঘণ্টায় খরচ হবে মাত্র দেড় লিটার তেল। এ মেশিন ধান কর্তন করবে এবং একই সঙ্গে ধান মাড়াই ও বস্তা ভর্তি করবে। বিশেষ অথিতির বক্তব্য রাখেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো: জয়নাল আবেদীন, নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ সত্যব্রত সাহা, জামালগঞ্জ হটিকালচার সেন্টারের ডিডি মো: আমজাদ হোসেন, কৃষি প্রকৌশলী এ কে এম মাজহারুল ইসলাম, মহাদেবপুর উপজেলার কৃষি অফিসার মফিদুল ইসলাম, সিনিয়র উদ্যানতত্ববিদ আ ন ম আনোয়ারুল হাসান, , উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী প্রমুখ। কৃষি প্রকৌশলী এ কে এম মাজহারুল ইসলাম এলাকার কৃষকদের বলেন, এ মেশিনের দাম বাজারে সাড়ে ছয় লাখ টাকা। আর এটি আমাদের কৃষি অধিদফতর থেকে ক্রয় করলে সরকার তাতে ৩০ শতাংশ ভর্তুকি দেবে বলে জানান। ওই মাঠ দিবসে কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের মাধ্যমে সেনপাড়া গ্রামের মৃত মশিউদ্দীনের ছেলে ময়েন উদ্দীনের এক বিঘা জমির ধান কর্তন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বদলগাছীতে কম্বাইন্ড হারভেস্টার যন্ত্র প্রদর্শনী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ