নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : লিগে টানা ২০ ম্যাচ অপরাজিত। এরপরও স্বস্তিতে নেই হোসে মরিনহো। এর মধ্যে ওল্ড ট্রাফোর্ডেই যে নয়টি (সব মিলে ১২টি) ম্যাচ ড্র করল ম্যানচেস্টার ইউনাইটেড। যার সর্বশেষ সংযোজন পরশু এভারটনের ম্যাচ। যোগ করা সময়েরও শেষ মুহূর্তে পেনাল্টি গোলে দলের মান বাঁচান জ্লাতান ইব্রাহিমোভিচ।
না হারলেও জয়টাই যে অপরিচিত হয়ে উঠেছে মরিনহোর কাছে। একের পর এক পয়েন্ট হারানোয় শীরোপা স্বপ্ন কেবল টিকে আছে নথিপত্রের হিসাবে। তালিকার শীর্ষ চারেই তো নিতে পারছেন না ইংল্যান্ডের সবচেয়ে ঐতিহ্যবাহী দলকে। ২৯ ম্যাচে তাদের অর্জন ৫৪ পয়েন্ট, আছেন পাঁচ নম্বরে। শীর্ষে থাকা চেলসির সাথে তার দলের পয়েন্ট ব্যবধান ১৫।
নামটি যেহেতু মরিনহো, সেহেতু ম্যাচের ময়নাতদন্তে একটা ক্ষুত তো বের করবেনই। এদিন যেমন অনুযোগ করে বলেছেন ‘ভিডিও প্রযুক্তি থাকলে তার দল জয় পেত’। পর্তুগিজ কোচের কথা অবশ্য একেবারে মিথ্যে নয়। দ্বিতীয়ার্ধে হেডারের মাধ্যমে জালে বল পাঠিয়েছিলেন ইব্রা। কিন্তু অফসাইডের কারণে তা ধর্তব্যের মধ্যে আসেনি। রিপ্লেতে অবশ্য দেখা গেছে সুইডিশ স্ট্রাইকার অফসাইড ছিলেন না। রেড ডেভিলরা তখন প্রথমার্ধে ফিল জাগেলকার গোলে পিছিয়ে। অবশেষে ইব্রা গোলের দেখা পান ৯৪তম মিনিটে। লুক শ’র গোলমুখি শট হাত দিয়ে প্রতিহত করেন ডিফেন্ডার অ্যাশলে উইলিয়ামস। যে কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। সেই সুবাদে পাওয়া পেনাল্টি থেকে দলকে রক্ষা করেন ইব্রা।
মরিনহো অবশ্য লাইন্সম্যানের উপর ক্ষোভ প্রকাশ করেননি। খেলায় ভিডিও প্রযুক্তির সহায়তাই বেশি প্রাধান্য পেয়েছে তার কথায়, ‘আইনসম্মতভাবে আমরা দুই গোল করেছি কিন্তু মুখে হাসি নিয়ে আমি আপনাদের বলতে চাই, লাইন্সম্যানের প্রতি আমি আপসেট নই। এটা তার জন্য আসলেই কঠিন, একমাত্র ভিডিও প্রযুক্তি তাকে সহায়তা করতে পারত।’
ওদিকে ক্রেইগ শেক্সপিয়ারের মধুচন্দ্রিমা যেন শেষই হতে চাইছে না। টানা হারে ক্লান্ত লেস্টার সিটি যেন এখন হারতেই ভুলে গেছে। ক্লাদিও রেনিয়েরির চেয়ারে বসে এখন পর্যন্ত ছয়টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন ইংলিশ কোচ, ছয়টিতেই জয়। এর মধ্যে একটি আবার চ্যাম্পিয়ন্স লিগে। বাকি পাঁচটি ঘরোয়া লিগে। পরশু কিং পাওয়ারে তার দল সান্ডারল্যান্ডকে হারায় ২-০ গোলে। দ্বিতীয়ার্ধে গোল দুটি করেন আলজেরিয়ান স্ট্রাইকার ইসলাম সিøমানি ও ইংলিশ স্ট্রাইকার জেমি ভার্ডি।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর শেক্সপিয়ার মাঠে নামন মার্ক অলব্রাইটন ও সিøমানিকে। নয় মিনিট বাদেই অলব্রাইটনের ক্রস থেকে হেডারে সিøমানি তো দলকে এগিয়ে নেনই, খানিক বাদে ভার্ডিকে দিয়ে দ্বিতীয় গোলটিও করিয়ে ম্যাচের নায়ক বদলি খেলোয়াড় অলব্রাইটন। ৫৩ বছর বয়সীর কৌশলের প্রসংশা করতেই হয়। রেনিয়েরির অধীনে টানা ২২ ম্যাচ গোলহীন থাকা ভার্ডি শেক্সপিয়ারের অধীনে শেষ ৫ ম্যাচে করলেন ৫ গোল। অবনমন অঞ্চল থেকে ফক্সরাও তরতরিয়ে উঠে এসেছে তালিকার দশ নম্বরে।
শেক্সপিয়ার অবশ্য বলছেন, ‘আজ (পরশু) রাতে আমরা সেরা নৈপূণ্য প্রদর্শন করতে পারিনি, তবে জয়টাই মুখ্য। আমরা এর চেয়েও ভালো খেলতে পারি। যত বেশি সম্ভব আমরা পয়েন্ট আদায় করে নিতে চাই।’
একনজরে ফল
বার্নলি ১ : ০ স্টোক
লেস্টার ২ : ০ সান্ডারল্যান্ড
ওয়াটফোর্ড ২ : ০ ওয়েস্ট ব্রুম
ম্যান ইউ ১ : ১ এভারটন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।