প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এনটিভিতে আজ রাত ৯.৩০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘তবুও লাবনীরা থেমে থাকেনা’। আজম খানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাস। অভিনয়ে শর্মিলী আহমেদ, আব্দুন নূর সজল, সাদিহা জাহান প্রভা, মোহসীন আলম, সঞ্জয় রাজ, নূর ভাবনা, অভি, মিথিলা, সম্রাট প্রমুখ। ‘লাশ কাটা ঘরের সামনে লোকজনের ভীড়। লাশকাটা ঘরের পাশে লাবনির ছোট বোন নাবিলা অঝোরে কাঁদছে। ছোট ভাই শিহাব উদাস চোখে লোকজনের দিকে তাকিয়ে দেখছে, বুঝতে পারছে না কি হয়েছে। ঘরে মার লাশ, মর্গে বড় বোন। মর্গে প্রবেশ করে ডোম আলাল, এখন লাবনির লাশ কাটবে সে। ট্রলি টেনে যখন সামনে নিয়ে যায়, তখনি চোখ পড়ে লাবনির চোখের দিকে। বাঁ চোখ দিয়ে অশ্রু পড়ছে। কাছে গিয়ে বুঝতে পারে মেয়েটি বেঁচে আছে। ব্যতিব্যস্থ হয়ে সে লাবনির হাত পা মালিশ করতে থাকে। কিছুক্ষণের মধ্যে লাবনীর জ্ঞান ফিরে আসে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।