Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীলংকাকে বড় চ্যালেঞ্জ দিতে পারেনি বাংলাদেশ

| প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : টি-২০ থেকে অবসরের ঘোষনা দিয়ে মাশরাফি টিমমেটদের এতোটাই বিষন্ন করেছেন যে, তার ছাপটা পড়েছে বাংলাদেশের ইনিংসে। শ্রীলংকার দু:স্মৃতির ভেন্যুতে বাংলাদেশকে যতোটা আত্মবিশ্বাসী হয়ে খেলার কথা, মাশরাফির ফেয়ারওয়েল সিরিজে অধিনায়কের জন্য উৎসর্গ করার কথা যেখানে সবার, সেখানে ব্যাটিং ফ্রেন্ডলী উইকেট পেয়েও প্রেমাদাসায় সিরিজের প্রথম ম্যাচে দেখাতে পারেনি বাংলাদেশ দল। শ্রীলংকাকে দিতে পেরেছে ১৫৫’র চ্যালেঞ্জ।
টি-২০’র রসায়নটা এখনো যেনো রপ্ত করতে পারেনি বাংলাদেশ। চার ছক্কার এই ফরমেটের ক্রিকেটে গতকাল বাংলাদেশ দল হতাশ করেছে। সর্বসাকূল্যে ১৩টি চারের বিপরীতে একটি মাত্র ছক্কা ছিল বাংলাদেশের ইনিংসে ! পাওয়ার প্লে পরবর্তী ৫৪ বলের পর্বে। যে পর্বে ওভারপ্রতি ৬.০০ রানে থেকেছে বাংলাদেশ সন্তুস্ট। ইনিংসের শেষ ৩০ বলে ৪৩ রানে দেড়শ’ পেরিয়ে থেমেছে বাংলাদেশ ( ১৫৫/৬)। তবে এই পর্বটাও যে মন ভরাতে পারেনি কারো।
লাসিথ মালিঙ্গা জুজু তাড়াতে পারেনি বাংলাদেশ। বরং টেস্ট,ওয়ানডেতে বাইরে কাটানো এই লংকান পেস বোলারের শুরুর ধাক্কা এবং ¯øগের বোলিং বাংলাদেশের প্রত্যাশিত স্কোরে গড়েছে প্রতিবন্ধকতা। ইনিংসের দ্বিতীয় বলে মালিঙ্গার সুইং ডেলিভারীতে তামীমের বোল্ড যতোটা দু:স্বপ্ন হওয়ার কথা, তা হতে দেননি সৌম্য-সাব্বির। দ্বিতীয় উইকেট জুটিতে তাদের ২৮ বলে ৫৭ রান, মালিঙ্গার এক ওভারের দ্বিতীয় স্পেলে সৌম্য’র ছক্কা,সাব্বিরের বাউন্ডারিতে ১৭ রানে দারুন কিছু’র সম্ভাবনা ছিল। তবে পাওয়ার প্লে’ শেষ হওয়ার আগে সঞ্জয়ার এক ওভারে সাব্বির রান আউটে ( ১৬) কাটা পড়ে, সৌম্য মিড অফে ক্যাচ দিয়ে ( ২৯) বাংলাদেশকে ফেলে দিয়েছেন বিপদে। স্কোরশিটে ৫৭ থেকে ৮২, এই ২৫ রানের মধ্যে মুশফিক,সাকিবকে হারিয়ে ¯øগে রানের চাপে পড়েছে বাংলাদেশ। গুনারতেœর দ্বিতীয় ওভারে অফ কাটারে মুশফিক হয়েছেন বোল্ড ( ৮), প্রসন্নকে কভারের উপর দিয়ে খেলতে যেয়ে পয়েন্টে দিয়েছেন ক্যাচ সাকিব ( ১১)। দুই সিনিয়রের এই দায়িত্বহীন ব্যাটিংই চাপে ফেলে দিয়েছে বাংলাদেশ দলকে।
৬ষ্ঠ উইকেট জুটিতে মোসাদ্দেক-মাহামুদুল্লাহ ৪২ বলে ৫৭ রান যোগ করে দলকে দিয়েছেন নির্ভরতা। তবে ইনিংসের শেষ বল পর্যন্ত দু’জন ব্যাটিংয়ে থাকতে পারলে স্কোরটা স্ফীত হতো। দলের সেই প্রয়োজনটা মেটাতে পারেননি ওই জুটি। ১৯ ওভারের প্রথম বলে মালিঙ্গার ইয়র্কার ডেলিভারী শাফল করে অফ স্ট্যাম্প ছেড়ে দিয়ে খেলতে যেয়ে মাহামুদুল্লাহ প্লেড অনে থেমেছেন ( ২৬ বলে ৩১), শেষ বল পর্যন্ত অবিচ্ছিন্ন থেকে মোসাদ্দেকের ইনিংস ৩৪ রানের (৩১ বলে)।
১২০ বলের মধ্যে ৪২টি ডট, এটাও বাংলাদেশকে বড় স্কোরে গড়েছে প্রতিবন্ধকতা। লেগ স্পিনার সেকুগে প্রসন্ন একটু বেশিই ভুগিয়েছে বাংলাদেশকে ( ৪-০-১৯-১)। স্লো মিডিয়াম পেস বোলিংয়ের পাশে কাটার ডেলিভারী দিতে পারেন গুনারতেœ, এই পার্টটাইম বোলারও ভুগিয়েছে বাংলাদেশকে ( ৪-০-২৪-১)। বাংলাদেশের কাছে অচেনা পেস বোলার বিক্রম সঞ্জয়াও করেছেন নিয়ন্ত্রিত বোলিং ( ৪-১-২৪-১)। বাংলাদেশের বিপক্ষে আগের চারটি ম্যাচের একটিতেও কাটাননি উইকেটহীন মালিঙ্গা। গতকালও সেই ধারাবাহিকতা অক্ষুন্ন রেখেছেন ( ২/৩৮)। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে হারানোর নায়ক কুলাসাকেরাকে (৪/৪৭) এদিন ভালই শিক্ষা দিয়েছেন সৌম্য,সাব্বির,মাহামুদুল্লাহ,মোসাদ্দেক। উইকেটহীন ৪ ওভারে তার খরচা ৪৪। যার মধ্যে তার ২ ওভারের প্রথম স্পেলটিতে (২-০-২৪-০) ভালই শিক্ষা পেয়েছেন এই পেসার।
৪ বছর শ্রীলংকার মাঠে ১৮১/৭’র অতীত আছে। সেই স্কোরকে সমীহ করেই থেমেছে বাংলাদেশ। অপয়া ভেন্যুতে শ্রীলংকা প্রথম ইনিংসে সর্বোচ্চ ১৭২/৭ স্কোর করে জিততে পারেনি। ২ বছর আগে হেরেছে শ্রীলংকা সেই ম্যাচে পাকিস্তানের কাছে। টি-২০তে মাশরাফির ফেয়ারওয়েল সিরিজেরন প্রথম ম্যাচে ১৬৬/৬ স্কোরকে কি জয়ে পরিনত করতে পারবে বাংলাদেশ ? ২০০৯ সালে নিউজিল্যান্ড ১৭০/৪ স্কোরের জবাব দিয়ে প্রেমাদাসায় ১৪৬ এ থেমেছে শ্রীলংকা। সেই অতীত থেকে টনিক নিয়ে বোলার,ফিল্ডারদের উদ্বুদ্ধ করতেই পারেন মাশরাফি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীলংকা

১৩ মে, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ