Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘মানিকে মাগে হিতে’-কে টেক্কা দিচ্ছে ‘কাঁচা বাদাম’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২১, ৪:২৬ পিএম | আপডেট : ৬:০৫ পিএম, ৩ ডিসেম্বর, ২০২১

কিছুদিন আগেই ভাইরাল হয়েছিল শ্রীলংকান গায়িকা ইয়োহানির ‘মানিকে মাগে হিতে’ গানটি। বিশ্বের নামীদামি তারকারাও গানটির সঙ্গে গলা মিলিয়েছেন। দেখেছেন মিলিয়ন মিলিয়ন মানুষ। এবার সেই ‘মানিকে মাগে হিতে’-কে টেক্কা দিচ্ছে ‘কাঁচা বাদাম’ । এখন মোবাইলে ফেসবুক, ইউটিউব, টিকটিক খুললেই বেজে উঠছে এই ‘কাঁচা বাদাম’ গানটি।

জানা গেছে, যে মানুষটি ‘কাঁচা বাদাম’ গানটি করেছেন তিনি পেশায় একজন বাদাম বিক্রেতা। তার নাম ভুবন বাদ্যকর। তিনি ভারতের বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা। তিনি একটি পুরোনো মোটরসাইকেলে করে খালি পায়ে বিভিন্ন গ্রামে বাদাম বিক্রি করেন। এমনকি পাশের রাজ্য ঝাড়খণ্ডেও যান তিনি। বাদাম বিক্রির পাশাপাশি তিনি মানুষকে মনোরঞ্জন করার জন্য গানও করেন।

এ বিষয়ে ভুবন বাদ্যকর জানান, আমি প্রতিদিন বিভিন্ন গ্রামে ঘুরে গান করতে করতে বাদাম বিক্রি করি। এই বাদাম বিক্রি করে আমার প্রতিদিন ২০০-২৫০ টাকা উপার্জন হয়। বিগত ১০ বছর ধরে বাদাম বিক্রি করছি। আমি বাদাম বিক্রি করতে যাবার সময় একটি গ্রামে এই গান করি। সেই সময় একটি ছেলে সেই গান ক্যামেরা করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। কিন্তু আমি সেই ছেলেকে চিনি না।

তিনি আরো জানান, যদি আমাকে কেউ সুযোগ দেন তাহলে আরো কিছু ভালো গান শোনাব। যদিও আমি কোনো দিন গান শিখিনি।

ভুবন বাদ্যকর সিটি গোল্ডের চেন, চুড়ি, হাতের বালা, মোবাইল ভাঙা, হাঁসের পালক, মাথার চুল ইত্যাদি নিয়ে বাদাম দেন ক্রেতাদের। তিনি এসব জিনিসপত্রের নাম দিয়ে তৈরি করেছেন গানটি।

ওই বাদমবিক্রেতার গ্রামের এক বাসিন্দা জানান, ভুবন বাদ্যকর একজন বাদাম বিক্রেতা। তিনি বাদাম বিক্রি করতে যাওয়ার সময় একটি গান নিজে লিখেছেন এবং নিজেই সুর দিয়েছেন। আমাদের খুব ভালো লাগছে যে আমাদের ছোট্ট গ্রামে এমন এক প্রতিভা লুকিয়ে রয়েছে।

উল্লেখ্য, নিকট অতীতেই কয়েকটি গান করে ভাইরাল হয়েছেন ভারতের ওই জেলার রতন কাহার, ভারতের রাণাঘাটের রানু মণ্ডল, ভারতের ছত্তিশগড়ের শুকমার বাসিন্দা সহদেব দিরদো। এবার যুক্ত হলেন বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর।



 

Show all comments
  • SHEIKH MAHBUBUR RAHMAN ৩ ডিসেম্বর, ২০২১, ৪:৫২ পিএম says : 0
    Incredible
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীলংকা

১৩ মে, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ