Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সার ও কৃষিপণ্য আমদানিতে ৪ কোটি ডলার শ্রীলংকাকে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

অর্থনৈতিকভাবে বিপর্যস্ত শ্রীলংকায় ৪ কোটি ডলার সাহায্যের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সামনের কৃষি মৌসুমে সার ও অন্যান্য উপকরণ কেনার জন্য এই অর্থ দেয়া হচ্ছে। খবর এপি। বর্তমানে শ্রীলংকা সফরে আছেন ইউএস এইডের প্রশাসক সামান্থা পাওয়ার। তিনি রাজধানী কলম্বোর বাইরে স্থানীয় কৃষক প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের পর গতকাল শনিবার এ ঘোষণা দেন। কিছুদিন আগেই নিম্ন আয় কৃষকদের জন্য ৬০ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। নতুন ঘোষণার সময় বিষয়টি উল্লেখ করেন সামান্থা। বৈদেশিক মুদ্রার সংকটের কারণে দেশটিতে দুষ্প্রাপ্য হয়ে উঠছে খাদ্য, জ্বালানি ও ওষুধপত্রের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য। এ ছাড়া সরকার রাসায়নিক সারের নিষিদ্ধ করে জৈব সারে জোর দেয়ার পর কৃষি উৎপাদন কমে গিয়েছে অর্ধেকের বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া তথ্য মতে, শ্রীলংকার ৩০ শতাংশ অর্থাৎ ৬০ লাখ মানুষ খাদ্য সংকটে ভুগছে। সামান্থা পাওয়ার এ সফরে তাদের জন্য মানবিক সাহায্যের প্রয়োজনীতা তুলে ধরেন। তার মতে, ঘোষিত ৪ কোটি ডলার অন্তত ১০ লাখ কৃষককে পরবর্তী কৃষি মৌসুমে সাহায্য করবে। সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ২৯০ কোটি ডলার সাহায্যের বিষয়ে প্রাথমিকভাবে চুক্তিবদ্ধ হয়েছে শ্রীলংকা। দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্রটির বর্তমান বৈদেশিক ঋণ ৫ হাজার ১০০ কোটি ডলার। এর মধ্যে ২০২৭ সালের মধ্যে পরিশোধ করতে হবে ২ হাজার ৮০০ কোটি ডলার। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সার ও কৃষিপণ্য আমদানিতে ৪ কোটি ডলার শ্রীলংকাকে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ