বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
এস এম উমেদ আলী মৌলভীবাজার থেকে : রাত ১২টার পর অপরিচিত নাম্বার থেকে ফোন আসে, আমি রিসিভ করলাম। তার নাতিন আমেনা কথা বলে ও পরে তার মেয়ে শিরিনা তার সাথে কথা বলে ক্ষমা চায়। তার মেয়ে শিরিনা তার কাছে ক্ষমা চেয়ে বলে এটি আমার তোমাদের সাথে শেষ কথা। আর দেখা বা কথা হবে না। এটাই আমার শেষ কথা। আর দেখা হবে কিয়ামতে। মৌলভীবাজার মডেল থানায় সাংবাদিকদের কাছে একথাগুলো বলেন জঙ্গি শিরিনা আক্তারের বাবা আবু বক্কর সিদ্দিক।
তিনি আরো জানান, লাশ দেখে তিনি চিনতে পারেননি। নাসিরপুরের বাড়িতে পাওয়া একটা গ্রæপ ছবি পুলিশ দেখালে মেয়ে-মেয়ের জামাই ও নাতিনদের তিনি শনাক্ত করেন।
আবু বক্কর জানান, আগে থেকে ভাল-মন্দ বুঝে ২০০২ সালে মেয়ে বিয়ে দেই লোকমানের কাছে। দীর্ঘদিন ধরে তারা ঘর-সংসার করে আসছে। আমার মেয়ের ঘরে ৫ জন নাতিন হয়েছে। হঠাৎ করে এমন অবস্থায় কেন গেল আমি বুঝে উঠতে পারিনি। ২ মাস পূর্বে ১৪-১৫ বছর বয়সের আমার বড় নাতিন আমের বিয়ে হয় ঐ রাতে ফোনে জানায়।
আবু বক্কর সিদ্দিককে পুলিশের পাশাপাশি সাংবাদিকরা অনুরোধ জানান সাতজনের মধ্যে শিশুদের লাশ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে নেয়ার জন্য। আবু বক্কর বলেন এরা দেশের শত্রু, জাতির শত্রু, এ শত্রুর নেবার ইচ্ছা নয়, আমি ঘৃণা করি। আর এ লাশ নেয়া আমার জন্য লজ্জা হবে। আর এগুলো নিলে সেখানে কেউ গ্রহণও করবে না।
মৌলভীবাজারের সদর উপজেলার নাসিরপুরের ‘জঙ্গি আস্তানা’ সাত নিহতের লাশ শনাক্ত করেছেন জঙ্গি শিরিনা আক্তারের বাবা ও লোকমান হোসেনের শ্বশুর আবু বক্কর সিদ্দিক সোমবার ৪ এপ্রিল দুপুর সাড়ে ১২টায়।
সকাল পৌনে ১১টায় দিনাজপুরের ঘোড়াঘাট থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে পৌঁছান আবু বক্কর সিদ্দিক। তার সাথে ছিলেন স্থানীয় ইউপি সদস্য মোফাজ্জল হোসেন ও জঙ্গি লোকমানের ভায়েরা ভাই সানোয়ার হোসেন। দুপুর সাড়ে ১২টায় মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে লাশ শনাক্তের পর কেঁদেকেঁদে বের হতে দেখা যায় আবু বক্কর সিদ্দিককে।
জেলা পুলিশ কার্যালয়ে দুপুর ২ ঘটিকায় অনুষ্ঠিত এক প্রেস বিফিংএ পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল জানান নিহতরা সবাই একই পরিবারের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।