বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটিয়া উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের পটিয়ায় এক গৃহশিক্ষক প্রাইমারি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রকে বৈদ্যুতিক তার দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে জখম করেছে। রোববার রাতে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের উত্তর-পশ্চিম হাইদগাঁও গ্রামের মধু মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। আহত শিশু হৃদয়কে (৮) রাতে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই শিশুটির পরিবার ও উত্তেজিত এলাকার লোকজন গৃহশিক্ষক নূর হামজাকে (২০) পাশর্^বর্তী একটি ঘরে আটক করে রাখে। তবে খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ওই গৃহশিক্ষককে আটক করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার হাইদগাঁও ইউনিয়নের বাসিন্দা আবদুল মালেকের পুত্র হৃদয়ের গৃহশিক্ষক ছিলেন শাহচান্দ আউলিয়া মাদ্রসার ছাত্র নূর হামজা। তার বাড়ি রাঙ্গুনিয়া উপজেলায়। গত ৭-৮ মাস ধরে হৃদয়কে গৃহ শিক্ষক নুর হামজা পড়াতেন। হৃদয় পৌরসদরের উত্তর গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
প্রতিদিনের মতো গৃহশিক্ষক রবিবার রাতে পড়াতে বসেন। এক পর্যায়ে পড়া না পারার ইস্যুতে ঘরের দরজা বন্ধ কওে বৈদ্যুতিক তার দিয়ে হৃদয়কে পিটিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে শিশুটির আর্তচিৎকারে পরিবারের লোকজন ও আশপাশের লোকজন এগিয়ে এলে গৃহশিক্ষক দরজা খোলেন। বৈদ্যুতিক তার দিয়ে পেটানোর কারণে শিশুটির পুরো শরীর ফুলে যাওয়ায় প্রথমে পল্লী চিকিৎসক ও পরবর্তীতে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।