বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটিয়া উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের পটিয়া সাতগাছিয়া দরবার শরীফস্থ আস্তানায়ে গাউসুল আজম এর পীর হযরত আবুল খায়ের সুলতানপুরী (র.) এসোসিয়েশন কেন্দ্রীয় পরিষদ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ১২ রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে গতকাল শনিবার সকাল ১০টায় এক বিশাল আজিমুশ্শান জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে। সাতগাছিয়া দরবার শরীফ থেকে জুলুছটি বের হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পটিয়া উপজেলা পরিষদের সামনে শেষ হয়। জুলুছ শেষে আওয়ামী সুপার মার্কেট চত্বরে আয়োজিত আজিমুশ্শান ঈদে মিলাদুন্নবী (সা.)-এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাতগাছিয়া দরবার শরীফের শাহজাদা পীরে তরিকত্ব আবুল মাকসুম মুহাম্মদ মোতাছিম বিল্লাহ (সম্পদ) সুলতানপুরী (রা.)-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পীরে তরিক্বত আলহাজ মাওলানা নুরুল আবছার শাহ্ আমিরী (ম.জি.আ.)। বিশেষ অতিথি ছিলেন সৈয়দ ভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ এনায়েতুর রহমান, মাওলানা মুফতি এসএম আলাউদ্দিন আলকাদেরী, মাওলানা হামিদুল হক, মাওলানা নুরুল হাকিম, মাওলানা সেহাব উদ্দিন, মাওলানা আব্বাস উদ্দিন, বক্তব্য রাখেন আ’লীগ নেতা মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।