Inqilab Logo

সোমবার ০৪ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১, ০১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নবী করিম (সা.) মুমিনদের জন্য ইসলামের বার্তা নিয়ে এসেছিলেন

পটিয়ায় ইসলামী মহাসম্মেলন

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২১, ১:০২ এএম

আল্লামা আজিজুল হক আল মাদানি বলেন, মানবজাতির জন্য ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মুমিনদের জন্য ইসলামের বার্তা নিয়ে এসেছিলেন নবী করিম হযরত মো. মোস্তফা (সা.)। যুগে যুগে ইসলাম বিদ্বেষীদের পতন হয়েছে। তাই উন্নত জীবন গঠনে নবীর আদর্শে অনুপ্রাণিত হয়ে মুমিনদের ইসলামের পথে ধাবিত হতে হবে। গতকাল বৃহস্পতিবার পটিয়া আল-জামেয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদরাসার ১১৫তম বার্ষিক সভা ও দুই দিন ব্যাপী ইসলামী সম্মেলনে রিসালাতের উপর বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি।

জিরি মাদরাসার মহাপরিচালক মাওলানা মোহাম্মদ খোবাইব এর সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুফতী নজরুল ইসলাম কাছেমী, মুফতী রেজাউল করিম আবরার, মুফতী মিজান সাঈদ, বায়তুল মোকারমের পেশ ইমাম মাওলানা মহিউদ্দীন কাছেমী, মাওলানা সেহাবউদ্দীন, আল্লামা সুলতান জউক নদভী, আল্লামা নূরুল ইসলাম আদিব, পটিয়া আলজামেয়ার শিক্ষক আকতার হোসেন আনোয়ারী, কাফকো জামে মসজিদের খতিব মুফতী আবুল হাসান এন্তেজামিয়া কমিটির জিরি মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতী সোয়াইব প্রমুখ আলেমগণ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পটিয়ায় ইসলামী মহাসম্মেলন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ