বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী ব্যুরো : রাজশাহীর মহানগরীর উপকন্ঠ কাশিয়াডাঙ্গায় অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। গতকাল দুপুরে কাশিয়াডাঙা মোড়ে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন, পাবনার ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে ফারুক হোসেন (২২) ও একই উপজেলার দীর্ঘা গ্রামের আফসার আলীর ছেলে আইনুল হক (৩৫)। তাদের কাছ থেকে একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সংস্থাটির বগুড়া অপস অ্যান্ড ইন্টালিজেন্স সেলস ৪ এর উপ-পরিদর্শক (এসআই) জানান, দুপুরে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী মহানন্দা এক্সপ্রেস নামে একটি (বগুড়া ব-৬০২৮) যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ফারুক হোসেনের কোমরে থাকা পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ তাকে আটক করা হয়। এরপর তার সহযোগি হিসেবে পাশের সিটে বসে থাকা আইনুল হককেও আটক করা হয়। আটক দু’জনের বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।