Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

| প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

গত ৯ মার্চ দৈনিক ইনকিলাব পত্রিকার ১২নং পৃষ্ঠায় গুণবতী ডিগ্রি কলেজ গভর্নিংবডির সভাপতির ভুয়া ডিগ্রি সনদ নিয়ে তোলপাড় শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ফেনী জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এম. শাহজাহান সাজুর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ওই কলেজের গভর্নিংবডির সভাপতি মো. আনোয়ার হোসেন। নোটিশে উল্লেখ করা হয়, সংবাদটি আনোয়ার হোসেনের রাজনৈতিক প্রতিপক্ষের হয়ে তাঁর সুনাম ও ভাবমূর্তি ক্ষুণœ করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে ছাপা হয়েছে। আনোয়ার হোসেন ১৯৯২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ পরীক্ষায় তৃতীয় বিভাগে পাস করেন। যার শিক্ষাবর্ষ ১৯৮৯-৯০, রেজিস্ট্রেশন নম্বর- ২৮১২৫, রোলনং-১৩৪৮৭। নোটিশের সঙ্গে আনোয়ার হোসেনের ডিগ্রি পাসের রেজিস্ট্রেশন কার্ড ও মার্কশিটের ফটোকপি সংযুক্ত করে দেয়া হয়।
প্রতিবেদকের বক্তব্য : পরীক্ষার কাগজপত্রের আলোকে দেখা যায়, আনোয়ার হোসেন গুণবতী কলেজ থেকে ১৯৯২ সালে অনুষ্ঠিত পরীক্ষায় বিএ (পাস) কোর্স থেকে তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন। এটি সঠিক হলে ওই সংবাদের ক্ষেত্রে ভুল তথ্য পরিবেশিত হয়েছে। যা দুঃখজনক। অন্যদিকে আনোয়ার হোসেনের ওই একই রেজিস্ট্রেশন নম্বর এবং শিক্ষাবর্ষের আলোকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৮২ নং পৃষ্ঠার টেবুলেশন শিটে দেখা যায় তিনি ১৯৯২ সালের ফেব্রæয়ারি ও মার্চে অনুষ্ঠিত পরীক্ষায় বিএসএস কোর্স থেকে অংশ নিয়ে তিনি সর্বমোট ২৯০ নম্বর পেয়ে অকৃতকার্য হয়েছেন। সংবাদটি মূলত ওই টেবুলেশন শিটের আলোকেই তৈরি করা হয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রকাশিত

১৫ জানুয়ারি, ২০২২
১১ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ