মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সঙ্গীতশিল্পী আসিফ আকবরের জীবনী নিয়ে রচিত ‘আকবর ফিফটি নট আউট’ প্রকাশিত হয়েছে। গত শনিবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। কয়েকদিন আগে গ্রন্থটি নিয়ে আলোচনা-সমালোচনা ঝড় বয়ে গেছে। এতে দু’জন প্রখ্যাত শিল্পীর মাদকাসক্তির বিষয় রয়েছে বলে বেশ কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে এটাকে ভিত্তিহীন বলে দাবি করেছেন আসিফ। বইতে মাদক, নেশা এসব বিষয় কী ভাইরাল হওয়ার জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে? এমন প্রশ্নের জবাবে আসিফ বলেন, আমি ভাইরালের বাবা, দাদা। এক ‘ও প্রিয়া তুমি কোথায়’ দিয়ে সেটা প্রমাণ হয়ে গেছে। নতুন করে ভাইরাল হওয়ার প্রয়োজন নেই। গ্রন্থটি লিখেছেন সোহেল অটল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গীতিকার গোলাম মোর্শেদ, গায়িকা ফাহমিদা নবী, সুরকার-সংগীত পরিচালক ইথুন বাবু, গায়িকা আলম আরা মিনু, গায়ক সোহেল মেহেদী, কাজী শুভ, মুহিন, মোহাম্মদ মিলন প্রমুখ। এটি প্রকাশ করেছে সাহস প্রকাশনী। গ্রন্থটির মূল্য ৪৫০ টাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।