প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ঈদে মুক্তি পাচ্ছে এস এ হক অলিক পরিচালিত সিনেমা গলুই। ইতোমধ্যে সিনেমাটির টিজার প্রকাশ করা হয়েছে। গত শনিবার প্রকাশ করা হয়েছে হাবিব ওয়াহিদের গাওয়া গান ‘জমবে মেলা। এতে হাবিবের সাথে কণ্ঠ দিয়েছেন জারিন। হাবিব বলেন, অনেকদিন পর সিনেমার গানে কণ্ঠ দিয়েছি। সম্ভবত প্রায় পাঁচ বছর পর। শেষ কোন সিনেমায় গান গেয়েছি তা মনে নেই। জমবে মেলা নিয়ে হাবিব বলেন, প্রথমত আমি যেটা চেয়েছি নির্মাতা এস এ হক অলিক সেটা আমাকে করতে দিয়েছেন। কাজটি করতে আমি কনভিন্সড হয়েছি। তাছাড়া অনুদানের সিনেমা, অলিক ভাইয়ের কাজ ভালো হবে ভেবেই গানটি করেছি। বৈশাখের থিমকে মাথায় রেখে চিত্রায়িত হয়েছে গানের দৃশ্য। এতে অংশ নিয়েছেন শাকিব খান, পূজা চেরিসহ সহশিল্পীরা। জামালপুর ও টাঙ্গাইলের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং করা হয়েছে। খোরশেদ আলম খসরুর প্রযোজনায় এটি পরিচালনা করেন এস এ হক অলিক। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে গলুই। এতে জুটি হয়ে অভিনয় করেছেন শাকিব খান ও পূজা চেরি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।