Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘাটাইলের চার ইউনিয়নে নির্বাচনে বাধা নেই

| প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ঘাটাইল (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : ঘাটাইল উপজেলার চার ইউনিয়নে নির্বাচন নিয়ে সংশয় কেটে গেছে। গত রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ইউনিয়ন বিভক্তি নিয়ে করা রিটটি খারিজ করে দেয়ায় এই চার ইউনিয়নে নির্বাচনের আর কোন বাধা রইল না। মামলার বিবাদী পক্ষের কৌঁসলী অ্যাডভোকেট শহিদুল ইসলাম জানান, গত ৩১/০১/১৬ তারিখের হাইকোর্টে ইউনিয়ন বিভক্তি নিয়ে দাখিলকৃত রীট পিটিশন নং-৮৭০০/২০১৪ এর ৩১/০৭/২০১৬ তারিখের হাইকোর্টের রায় এবং সিভিল পিটিশন নং-৩১৩২/২০১৬ গত ২ এপ্রিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রিটটি খারিজ করে দেয়। এর ফলে চার ইউনিয়নে নির্বাচন নিয়ে সংশয় কেটে গেছে। যে সব ইউনিয়নে নির্বাচনে আর বাধা নেই সেগুলি হল উপজেলার ধলাপাড়া, সন্ধানপুর এবং নবগঠিত সাগরদিঘী ও সংগ্রামপুর ।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার মোঃ মাহমুদুল আলম বলেন, আদালতের রায় পেলে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে। এ অবস্থায় উক্ত ইউনিয়ন গুলোর নির্বাচনও নির্বাচন কমিশন সচিবালয়ের চিঠি ও নির্দেশনা মোতাবেক অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাধা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ