মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ বলেছে, যুদ্ধবিধ্বস্ত দেশটির অভ্যন্তরীণ ব্যাপারে আগ্রাসী দেশগুলোর অব্যাহত হস্তক্ষেপই শান্তি প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় বাধা। রাজনৈতিক পরিষদ শনিবার এক বিবৃতিতে বলেছে, শান্তি প্রতিষ্ঠা করতে হলে আন্তরিক ইচ্ছা এবং আগ্রাসন বন্ধের বাস্তব পদক্ষেপ নেয়ার প্রস্তুতি থাকতে হবে। পাশাপাশি ইউক্রেনের ওপর থেকে আগ্রাসী দেশগুলোর অবরোধ তুলে দিতে হবে, দখলদারিত্বের অবসান ঘটাতে হবে এবং যুদ্ধের সমস্ত প্রভাব বিনষ্ট করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে আগ্রাসীরা অবরোধ কার্যকর করেই যাচ্ছে এবং হুদাইদা বন্দরে জ্বালানি ও পণ্যবাহী জাহাজ ভিড়তে বাধা দিচ্ছে না। সউদী আরব সম্প্রতি ইহুদিবাদী ইসরাইলের বিমানের জন্য নিজের আকাশ উন্মুক্ত করে দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে বিস্ময় প্রকাশ করেছে ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ। পরিষদ আরো বলেছে, সউদী আরব ইসরাইলি শত্রুদের জন্য তার আকাশসীমা খুলে দিচ্ছে অথচ আমাদের জন্য তাদের আকাশসীমা এবং বিমানবন্দর বন্ধ রাখছে। আন্তর্জাতিক সমাজের চোখের সামনে সউদী আরব এই অপরাধ ঘটিয়ে চলেছে। সউদী আরব এমন এক শত্রুর সঙ্গে সহযোগিতা করছে যারা সমস্ত মানবিক মূল্যবোধ এবং মানবাধিকারের আইন ও ঘোষণা অস্বীকার করে। ইরনা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।